কলকাতা: কথা ছিলই৷ সেই মতোই বৃহস্পতিবার দুপুরে পদ্মপতাকা হাতে তুলে নেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতির বিজেপি যোগ নিয়ে উচ্ছ্বাসের মধ্যেই নেমে এল ‘বিয়োগ-যন্ত্রণা’।
বৃহস্পতিবারই দল ছাড়লেনমতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী৷ এদিন তাঁকে দেখা গেল তৃণমূলের মিছিলে। রানাঘাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক মুকুটমণির হাতে রয়েছে দলের জাতীয় স্তরের দায়িত্ব৷ জাতীয় কার্যকারিণী কমিটির কনিষ্ঠতম সদস্য বঙ্গ বিজেপি’র এই নেতৃত্ব। তবে কি পাকাপাকিভাবে শাসক শিবিরে চলে গেলেন?
ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যের সভামঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলে নেনে তিনি৷ তাঁর আগে বলেন, ‘‘গত পাঁচ বছর ধরে বহু বঞ্চনার শিকার হয়েছেন নদিয়ার মানুষ৷ নে কোনও পরিষেবাই দেওয়া হয়নি৷ তার সুবিচার করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য হয়ে আমি তৃণমূলে যোগ দিচ্ছি।’’