কলকাতা: আরও চওড়া বিজেপি’র ফাটল৷ সাংসদ শান্তনু ঠাকুরের পর এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়৷ চরম অস্বস্তিতে দল৷ তবে ঠিক কী কারণে তিনি গ্রুপ ছাড়লেন তা এখনও স্পষ্ট নয়৷ তবে কি ফের ফুলবদল করবেন খড়গপুরের বিধায়ক? ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা৷
আরও পড়ুন- রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! কমতে পারে শীতের দাপট
প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন হিরণ৷ খড়গপুর বিধানসভা থেকে জয়ীও হন তিনি৷ কিন্তু এর পর থেকেই অশান্তির সূত্রপাত৷ রাজনীতির কারবারিরা বলছে, ভোটের পর থেকেই বিজেপি’র অন্দরে গোষ্ঠী কোন্দল বেড়েছে৷ বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে হিরণের সম্পর্ক যে একেবারেই মধুর নয়, তা প্রায় সকলেরই জানা৷ এই বিবাদের জেরেই প্রায় কোনও দলীয় অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় না তাঁদের। দিলীপ ঘোষ উপস্থিতি থাকলে নিজের বিধানসভা এলাকাতেও দেখা মেলে না হিরণের৷ দিলীপ ঘোষ চলে গেলে ফের খড়গপুরে দেখা যায় বিধায়ক হিরণকে। শহরে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেন করেন তারকা বিধায়ক। তবে তাঁর সেই সকল কর্মসূচিতে ভুলেও অংশ নেন না দিলীপ ঘোষ।