হঠাৎ অসুস্থ মদন মিত্র, এসএসকেএমে-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি তৃণমূল বিধায়ক

হঠাৎ অসুস্থ মদন মিত্র, এসএসকেএমে-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি তৃণমূল বিধায়ক

madan mitra

কলকাতা: অসুস্থ মদন মিত্র। বেশ কিছু দিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন৷ অস্বস্তি বাড়ায় সোমবার তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা এবং জ্বরও রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়কের। এসএসকেএম-এর উডবার্ন ব্লকের ২০৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তৃণমূলের কালারফুল নেতা৷ সেখানেই চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে৷ 

এদিকে, রাজ্য বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন৷ সোমবার অধিবেশন চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। রাতে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷ এদিকে, মদন মিত্রের অসুস্থতার খবরে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন৷ এক সময় মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মদন৷ এখন অবশ্য দলের বড় কোনও পদে নেই তিনি৷ তবে বঙ্গ রাজনীতির আঙিনায় একইরকম জনপ্রিয় তৃণমূলের এই কালারফুল নেতা। রাজনীতির পরিসরের বাইরেও তাঁর জনপ্রিয়তা রয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =