এবার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজকে CBI-তলব, আজই হাজিরার নির্দেশ

এবার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজকে CBI-তলব, আজই হাজিরার নির্দেশ

কলকাতা: ‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় এবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তিনি তৃণমূলের যুব নেতা৷ সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- জল কোথা থেকে এল দেখা হবে! মালবাজার-কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার

জানা গিয়েছে, একুশের বিধানসভা ভোটের পর বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ কেষ্টপুরের হরিচাঁদ গুরুচাঁদ পল্লিতে প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ ওঠে। বাড়ির বাইরে থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ৷ বিজেপি তাঁকে দলীয় কর্মী বলে দাবি জানায়। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়-এর হাতে। সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার দেবরাজকে ডেকে পাঠানো হল৷ জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে৷ 

ঘটনার পর প্রসেনজিতের পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ কোনওরকম সহযোগিতা করেনি বলেই অভিযোগ। এরপরই আদালতের দ্বারস্থ হন তাঁরা। এই ঘটনায় তৃণমূলের দিকেই  আঙুল তোলে প্রসেনজিতের পরিবার৷ এই ঘটনায় এফআইআরে নাম ছিল না অদিতির স্বামী দেবরাজের। যদিও সূত্রের দাবি, তদন্তে নেমে তাঁর নাম উঠে আসে। সেই সূত্রেই তৃণমূল যুব নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।