চেন্নাই: বাংলায় যখন প্রত্যাবর্তনের জোয়ার, তখন দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে নতুন যুগের সূচনা৷ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন করুনানিধি পুত্র তথা ডিএমকে প্রেসেডেন্ট এমকে স্ট্যালিন৷ চেন্নাই রাজভবনে সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেনে তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করার রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত৷
আরও পড়ুন- উনি শুধু ‘মন কি বাত’ করেন, কারও কথা শোনেন না, মোদীকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর
তামিলনাড়ুতে এবার বিপুল ভোটে জয়ী হয়েছেন দ্রাবিড় মুন্নেটা কাজগম (ডিএমকে)-এর নেতা মুথুভেল করুণানিধি স্ট্যালিন৷ এদিন ঐতিহ্যবাহী সাদা ধুলি আর সাদা শার্ট পরেই রাজভবনে পৌঁছন করুনা-পুত্র৷ মুখে সেই চেনা হাসি৷ তামিল ভাষাতেই শপথবাক্য পাঠ করেন স্ট্যালিন৷ তাৎপর্যপূর্ণ ভাবে এবার স্ট্যালিনের মন্ত্রিসভায় রয়েছেন নেহেরু এবং গান্ধী৷ শুনতে অবাক লাগলেও, এমনটাই ঘটেছে৷ আসলে স্ট্যালিনের মন্ত্রিসভায় পুরমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কেএন নেহরু৷ আবার বস্ত্র, খাদি এবং গ্রাম শিল্প বিভাগের জন্য স্ট্যালিন যাঁকে নির্বাচিত করেছেন, তাঁর পদবী গান্ধী৷ পাশাপাশি উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে পনমুদি এবং কৃষিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এমআরকে পন্নিরসেলভাম।
আরও পড়ুন-ভোটের ফল ঘোষণা হতেই ফের আকাশ ছোঁয়া পেট্রোল-ডিজেল, টানা চারদিন বাড়ল দাম
প্রসঙ্গত, গত দশ বছর তামিলনাড়ুতে ক্ষমতায় ছিল জয়ললিতার এআইএডিএমকে৷ তাদের সঙ্গে জোট বেঁধে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি৷ অন্যদিকে, তাদের কড়া টক্কর দেয় করুণানিধির ডিএমকে৷ ২০১৯ সালে লোকসভা ভোট থেকেই রাজনীতির আঙিনায় উত্থান স্ট্যালিনের৷ অন্যদিয়ে জয়ললিতার মৃত্যুর পর থেকে অন্তর্কলহে লিপ্ত এআইএডিএমকে৷ পনিরসেলভাম ও পালানিস্বামী গোষ্ঠীর দ্বন্দ্বে ছন্নছাড়া অবস্থা৷ সেই সুযোগে অনেকটা পাখা মেলে ধরে ডিএমকে৷ আর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তাঁর দল৷ তাঁর আশ্বাস, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে তাঁর দল৷