আইজল: সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ছত্তিশগড় এবং মিজোরাম, দুই রাজ্যে ভোট গ্রহণ। ভোট শুরু হতেই বুথে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ তবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না মিজোরামের মুখ্যমন্ত্রী তথা এমএনপি প্রেসিডেন্ট জোরামথাঙ্গা আইজল। ইভিএম মেশিনে গণ্ডগোলের জেরে ভোট না দিয়ে ফিরতে হল তাঁকে।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা মঙ্গলবার সকাল সকালই ভোট দিতে চলে গিয়েছিলেন। কিন্তু আইজলের বুথ থেকে বেরিয়ে তিনি জানান, ভোট দিতে পারেননি। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। আপাতত ফিরে গিয়েছেন তিনি। তবে জানিয়েছেন, সকালের কাজ সেরে পরে ফের ভোট দিতে আসবেন। ভোটকেন্দ্রে দাঁড়িয়ে জোরামথাঙ্গা এ-ও জানিয়েছেন, তাঁর দল এমএনএফ-ই সংখ্যাগরিষ্ঠতা পাবে। তিনি এ বিষয়ে নিশ্চিত। বিজেপির সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই বলেও সাফ জানান।