উস্কানিমূলক মন্তব্যের জের! মিঠুনকে ভার্চুয়ালি জেরা মানিকতলা থানার পুলিশের

উস্কানিমূলক মন্তব্যের জের! মিঠুনকে ভার্চুয়ালি জেরা মানিকতলা থানার পুলিশের

989a1f193a975e70c5912e4c1f328fdd

কলকাতা:  মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ শুরু করল মানিকতলা থানার পুলিশ৷ প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মানিকতলা থানায় বিজেপি’র তারকা প্রচারক মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ এর পর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ এই মামলা খারিজ করা হোক৷ কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দেয় এবং অফিসাররা ভার্চুয়ালি অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেত পারে বলেও জানায়৷ সেই মতোই আজ সকাল ১০টা ৫ মিনিট থেকে মিঠুনকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ শুরু করেন অফিসাররা৷  

আরও পড়ুন- নয়া পর্বের শুরু! নাম বদলে বৈশাখী এবার ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে কলকাতা মানিকতলা থানা এলাকায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে একটি নির্বাচনী জনসভা থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি৷ এর পরেই তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল প্রভাবিত সংগঠন সিটিজেন্স ফোরাম৷ কিন্তু এর পরেও পুলিশ কোনও পদক্ষেপ না করায় শিয়ালদহ আদালতের দ্বারস্থ হন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি৷ এ বিষয়ে আদালত রিপোর্ট তলব করার পরেই পুলিশের তরফে মামলা দায়ের করা হয়৷ আজ প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷

এই মামলা আদালতে ওঠার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, তৃণমূলের অভিযোগ খারিজ করা যাবে না৷ আগামী এক সপ্তাহ ভার্চুয়ালি তদন্তে সাহায্য করতে হবে বিজেপি’র তারকা প্রচারককে৷ ভর্চুয়ালি তাঁর সঙ্গে অফিসাররা যোগাযোগ করবেন৷ ১৮ মে শুনানির পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *