‘আমি লড়লে ৪২ আসনে কী হবে?’ হাসপাতাল থেকে বেরিয়েই ভোটবার্তা মিঠুনের

‘আমি লড়লে ৪২ আসনে কী হবে?’ হাসপাতাল থেকে বেরিয়েই ভোটবার্তা মিঠুনের

mithun chakraborty

কলকাতা: রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে জল্পনা ছিল বিস্তর। তবে সোমবার হাসপাতাল থেকে বেরিয়েই সেই জল্পনায় জল ঢাললেন বিজেপির রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী। সাফ জানালেন, আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি। বরং চুটিয়ে প্রচার করবেন দলের হয়ে৷ এমনকী দল নির্দেশ দিলে ভিন্‌রাজ্যে প্রচারে যেতেও সমস্যা নেই তাঁর।

শুটিং চলার মাঝেই শনিবার অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিজেপি’র তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। সোমবার হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন জানান, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন না। কেন, লড়বেন না, জানিয়ে দিলেন সেই কারণও৷ তাঁর কথায়, ‘‘আমি লড়ছি না। আমি যদি নিজে প্রার্থী হই, তা হলে ৪২টি আসনে কী হবে?’’ ফলে একুশের বিধানসভা ভোটের মতো, লোকসভা ভোটেও তিনি যে রাজ্য জুড়ে প্রচার করবেন সে কথা স্পষ্ট করে দিয়েছেন। রবিবার মিঠুনকে হাসপাতালে দেখে বেরনোর পর সেই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ তিনি বলেন, ‘‘এ বার ভোটে আমরা মিঠুনকে পুরোদস্তুর প্রচারের কাজে ব্যবহার করব।’’ সোমবার সেই সুরই শোনা গেল বর্ষীয়ান অভিনেতার গলায়। তিনি বলেন, ‘‘১ তারিখ থেকে লাগাতার প্রচার করব। বিজেপির হয়েই করব।’’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fifteen =