mithun chakraborty
কলকাতা: সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন মহাগুরু৷ শুক্রবার হাসপাতালে ভর্তি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী৷ সেখান থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা৷ তিনি বলেন, ‘‘সন্দেশখালিতে সত্যের বিস্ফোরণ ঘটেছে। এটা থামানো যাবে তো? সেখানে মহিলারা সরব হয়েছেন, প্রতিবাদ করছেন। এই সমবেত আওয়াজ যেন না থামে।” তাঁর এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, তবে কি সন্দেশখালির অশান্তিতে ইন্ধন জোগাচ্ছেন বিজেপি’র মিঠুন? যদিও মহাগুরু সন্দেশখালি প্রসঙ্গে সাফ বলেন, “যদি মহিলাদের সঙ্গে এই রকম ব্যবহার করা হয়, তাহলে এর থেকে ঘৃণ্য আর কিছু হতে পারে না। এর থেকে বাজে কাজ আর কিছু নেই। এটা কোনও রাজনীতির বিষয় নয়। এটা মা-বোনেদের সম্মানের বিষয়।” সন্দেশখালি যাওয়ার পথে বিরোধীদের বাধা দেওয়া প্রসঙ্গে মিঠুন বলেন, “এটা ছাড়া আর কোনও উপায় নেই। বাধা না দিলে সত্যটা বাইরে বেরিয়ে আসবে।