ভারতীয় সিনেমায় অনবদ্য অভিনয়, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty Dadasaheb Phalke Award কলকাতা: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হবে। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী…

Mithun Chakraborty Dadasaheb Phalke

Mithun Chakraborty Dadasaheb Phalke Award

কলকাতা: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হবে। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্সবার্তায় এই ঘোষণা করেছেন। আগামী ৮ অক্টোবর ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন বর্ষীয়ান এই অভিনেতা৷

দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবন Mithun Chakraborty

দীর্ঘ পাঁচ দশক ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করছেন অভিনেতা মিথুন চক্রবর্তী৷ কলকাতার গলি পথ থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সিংহাসনে বসে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন ৭৪ বছরের অভিনেতা। ১৯৭৬ সালের পর থেকে চলচ্চিত্রে তার অভিনয়ের ছাপ স্পষ্ট। মৃগয়া-র পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি উত্তর কলকাতার ছেলে গৌরাঙ্গ চক্রবর্তীকে। অচিরেই বলিউডে একের পর এক কাজ পেতে শুরু করেন তিনি। তবে মুম্বইয়ে তাঁর শুরুর স্ট্রাগলশুরু হয়েছিল ফুটপাথে রাত কাটানো থেকে৷ সেখা থেক সাফল্যের শিখর ছুঁয়েছিলেন মিঠুন।

অশ্বিনী বৈষ্ণবের টুইট

অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে লিখেছেন, চলচ্চিত্র জগতে মিঠুনদার অবিস্মরণীয় অভিনয় পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগায়। কিংবদন্তি এই অভিনেতাকে নির্বাচকমণ্ডলী দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন৷ এর জন্য আমি গর্বিত বোধ করছি। ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে ৷ ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।’’

আরও পড়ুন-

আসছে ‘ধুম ৪’! জন-হৃতিক-আমিরের পর ব্যাটন কার হাতে? 

প্রয়াত ‘হ্যারি পটার’-এর প্রফেসর, ‘কিংবদন্তি’ ডেম ম্যাগি স্মিথকে শ্রদ্ধা হলিউডের

মুক্তি পেল জুনিয়র এনটিআর-এর “ডেভারা”!

দশ বছরের ছোট স্বামীর থেকে বিভোর্স চেয়ে আদালতে ঊর্মিলা, 

Entertainment: Veteran actor Mithun Chakraborty will be honored with the prestigious Dadasaheb Phalke Award for his outstanding contribution to Indian cinema. The award will be presented at the 70th National Film Awards ceremony on October 8.