কলকাতা: কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা রাকশীত মিত্তল। বয়স ২০ বছর। এবছর নিট পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হয়ে যান রাকশীত। পরীক্ষার চাপেই নিখোঁজ তিনি এমনটাই জানা গিয়েছে। বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটি আমবাগান থেকে রাকশীতের স্কুটি ও হেলমেট উদ্ধার করেছে পুলিশ।
রাকশীতের নিখোঁজ হওয়া নিয়ে ধন্দের মধ্যে রয়েছে বেলঘরিয়া পুলিশ। পরিবার সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ বাড়ি থেকে স্কুটি নিয়ে বেড়িয়েছিলেন রাকশীত। শেষবার বেলঘরিয়ার আলমবাজার মন্দিরের সিসিটিভিতে তাঁকে পুজো দিতে দেখা যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেননি রাকশীত। তাঁর মোবাইলের শেষ টাওয়ার লোকেশন পাওয়া যায় দত্তপুকুর এলাকায়। এরপর সুইচ অফ হয়ে যায় তাঁর মোবাইল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করলেও, রাকশীতের কোনও হদিস মেলেনি।
ছেলেকে না খুঁজে পেয়ে রাতেই বেলঘরিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে রাকশীতের পরিবার। বুধবার সকালে বেলডাঙ্গায় রাকশীতের স্কুটি ও হেলমেট উদ্ধার করে বেলডাঙ্গার পুলিশ। এরপর গাড়ির কাগজপত্র খতিয়ে দেখে বেলঘরিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। রাকশীতের দেহ এখনও উদ্ধার হয়নি, তাই তিনি মৃত কিনা সেই কথাও জোরের সঙ্গে বলতে পারছে না পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে পরীক্ষার ভয়ে আত্মগোপন কেন করবেন উচ্চবিত্ত পরিবারের মেধাবী ছাত্র রাকশীত মিত্তল!