মুম্বই: প্রয়াত হলেন ‘মির্জাপুর’ সিরিজ খ্যাত বলিউড অভিনেতা শাহনওয়াজ প্রধান। ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে পুরস্কার নিতে গিয়ে আচমকাই হৃদ্রোগে আক্রান্ত হন তিনি৷ বুকে ব্যাথ্য করছেন বলেও জানান৷ এর কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয় অভিনেতার৷
আরও পড়ুন- বুকে বিরাট গর্ত! গায়ে কি ‘নতুন সিট কভার?’ নতুন পোশাকে উরফিকে দেখে হাসির রোল
‘মির্জাপুর’ সিরিজে অভিনয়ের পাশাপাশি তিনি ‘ফ্যান্টম’, ‘রইস’-সহ বহু ছবিতে অভিনয় করেছেন৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। এদিন পুরস্কার মঞ্চে তাঁর হার্ট আট্যাক হয়েছে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গেই শাহনাওয়াজকে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে নিয়ে যওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসার সুযোগই দেননি তিনি৷ তাঁর আগেই চলে যান অভিনেতা। জানা গিয়েছে, কয়েক মাস আগেই তাঁর বাইপাস সার্জারি হয়েছিল৷
মির্জাপুরে শাহনওয়াজের সঙ্গে কাজ করেছিলেন রাজেশ তৈলঙ্গ৷ অভিনেতার প্রয়াণে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “শাহনওয়াজ ভাইকে শেষ প্রণাম! অসাধারণ মানুষ ছিলেন। ‘মির্জাপুর’-এর সময় আমরা একসঙ্গে কত ভাল সময় কাটিয়েছিলাম৷ আপনার মৃত্যুর খবর বিশ্বাসই হচ্ছে না।”
‘লগন’ সিনেমা-খ্যাত অভিনেতা যশপাল শর্মাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর চোখের সামনেই গোটা ঘটনাটি ঘটে। পরে শাহনওয়াজের মৃত্যুর খবর জানতে পেরেই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজ মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সবকিছুই দারুণ চলছিল। বহু গুণীজন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু, পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরেই আমাদের প্রিয় অভিনেতা আমাদের ছেড়ে চলে গেলেন।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>