ভারত-বাংলাদেশ বাস ও ট্রেন পরিষেবা বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

ভারত-বাংলাদেশ বাস ও ট্রেন পরিষেবা বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

কলকাতা: ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জন৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ গোটা দেশজুড়ে জারি হয়েছে করোনা সতর্কতা৷ করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্র৷ এবার সেই বিধির আওতায় পড়ল দুই বাংলা৷

করোনা সংক্রমণ রুখতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ইন্দো-বাংলাদেশ ট্রেন ও বাস পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এছাড়াও বিমানবন্দর ব্যবহার করে যাঁরা ভারতে প্রবেশ করছেন, তাঁদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করার কাজ শুরু হয়েছে৷ সেখানে একাধিক পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে সড়ক পরিবহনের ক্ষেত্রেও৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশের মধ্যে যে সড়কপথে যোগাযোগ রয়েছে, বাস ও রেল যোগাযোগ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে৷ পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে৷ এছাড়াও ইন্দো-বাংলাদেশ সীমান্তে যে সমস্ত হাট-বাজার বসে, দুই দেশের নাগরিকরা যেখানে কেনাবেচা করতে যান, সেই হাট-বাজারগুলি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =