কলকাতা: রাজ্য-রাজভবন সংঘাত এবার ব্যক্তিগত পর্যায়ে! স্ত্রীকে নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ মন্তব্যে এবার রীতিমতো ক্ষোভ প্রকাশ রাজ্যপাল জগদীপ ধনকরের৷ স্ত্রীকে নিয়ে পার্থর বক্তব্য ‘বিকৃতমনস্ক’ বলে সম্বোধন রাজ্যপালের৷
গত ১৫ জানুয়ারি রাজ্যপালকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ একটি সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী বলেন, মনে হচ্ছে জনসংযোগ অভিযান করতে বাংলায় এসেছেন তিনি৷ সরকারি অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে হাজির হচ্ছেন৷ কেন তিনিএমন করেন? এর আগে কখনও গোপালকৃষ্ণ গান্ধী কিংবা এমকে নারায়ণন বা কেশরীনাথ ত্রিপাঠিকে দেখিনি৷ তাঁরা এমন কাজ করতে না৷
শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পর ৪ দিনের মাথায় জবাব দেন রাজ্যপাল৷ পার্থর মন্তব্য ‘অনভিপ্রেত’ বলেও জানান রাজ্যপাল৷
বলেন, ব্যক্তিগত জীবন সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করার আগে সতর্থ থাকা উচিত৷ এই মন্তব্য বিকৃত মানসিকতার পরিচয় দেয়৷ এটা কখনও প্রশ্রয় দেওয়া উচিত নয়৷ দয়া করে চিন্তাভাবনা করে কথা বলুন৷ আমি নিশ্চিত, এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন৷ বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে পড়বে৷