বিরোধীরা বলছে সংগঠিত লুট, শাসকদলের দাবি হিংসা ‘নামমাত্র’, ভোট হয়েছে উৎসবের মেজাজে

বিরোধীরা বলছে সংগঠিত লুট, শাসকদলের দাবি হিংসা ‘নামমাত্র’, ভোট হয়েছে উৎসবের মেজাজে

কলকাতা: পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে হিংসা-হানাহানি, মৃত্যুর ঘটনায় ক্ষতবিক্ষত গ্রাম বাংলা৷ শনিবার ভোটের দিনে হিংসার বলি ১৮৷ অথচ শাসক দল বলছে ভোট হয়েছে উৎসবের মেজাজে৷ এত মৃত্যু, ভাঙচুর, অগ্নিসংযোগ, ছাপ্পার পরেও দলের এই দাবির প্রেক্ষিতে তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, যে অশান্তির কথা বলা হচ্ছে, তা সামগ্রিকতার নিরিখে এক শতাংশেরও কম জায়গার ছবি৷ বিজেপি সহ সব বিরোধীরাই একযোগে ভোটলুঠের অভিযোগে সোচ্চার হয়েছে। এই অভিযোগে শনিবার রাতে রাজ্য নির্বাচন কমিশন দফতরের গেটে তালাও ঝুলিয়ে দে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজনৈতিক তরজা, আইনি নির্দেশ এবং তার ভিত্তিতে গৃহীত পদক্ষেপের পরেও নির্বাচনে অশান্তি এড়ানো গেল না। ভোট শেষ হওয়ার পরেও অশান্তি পিছু ছাড়ল না৷ তবে নির্বাচন নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল। ভোট শেষের পরই দলের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়, নির্বঘ্নেই ভোট সম্পন্ন হয়েছে। রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা এবং রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ৬১ হাজার ৫৩৯ টি বুথে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে মাত্র ৬০ টি জায়গার অশান্তি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে বিরোধীরা। কুণালের কথায়, ‘‘আটটি জায়গা ছাড়া সবই ছোটখাটো অশান্তি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =