মক্কা থেকে মনোনয়ন, মিনাখাঁর শূন্য আসনে অবিলম্বে ভোটগ্রহণের নির্দেশ দিল হাই কোর্ট

মক্কা থেকে মনোনয়ন, মিনাখাঁর শূন্য আসনে অবিলম্বে ভোটগ্রহণের নির্দেশ দিল হাই কোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

minakhan panchayat

কলকাতা: সৌদি আরবে বসে গ্রাম বাংলার ভোটে মনোনয়ন জমা দিয়েছিলেন মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি। এই বিষয়ে মামলা হতেই কলকাতা হাই কোর্টের তাঁর মনোনয়ন বাতিল করে দেয়। এখনও মইনুদ্দিনের ওই আসনে ভোট হয়নি। ফলে পঞ্চায়েত ভোট মেটার ছ’মাস পরেও  কুমারজোল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা যায়নি। পঞ্চায়েতে দৈনন্দিন কাজকর্ম দেখছেন সেখানকার বিডিও। বিষয়টি জানার পর রীতিমতো ক্ষুব্ধ আদালত৷  ওই আসনে অবিলম্বে ভোট ঘোষণা করার জন্য রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল হাই কোর্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =