‘অনেক অপমান সহ্য করেছি’, মমতাকে লেখা চিঠিতে বিস্ফোরক মিমি

‘অনেক অপমান সহ্য করেছি’, মমতাকে লেখা চিঠিতে বিস্ফোরক মিমি

mimi chakraborty

কলকাতা: গত পাঁচ বছর ধরে তিনি লোকসভার সাংসদ পদে রয়েছেন৷  যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান তারকা সাংসদ মিমি চক্রবর্তী৷ তার পরই সরকারি ও সংগঠনের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান মিমি। সেই সঙ্গে মিমি এও জানিয়েছেন, তিনি আগামী দিনেও তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবেই থাকবেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের স্বার্থে যখন যেখানে ডাকবেন, তিনি যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু ভোটের আগে তাঁর ইস্তফা নিয়ে প্রশ্ন উঠেছে৷ 

সূত্র মারফত জানা গিয়েছে, মিমি মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে একের পর এক অভিযোগ করেছেন৷ তিনি জানিয়েছেন, যাদবপুর লোকসভা এলাকায় দলীয় নেতা কর্মীদের একাংশের হাতে তাঁকে বারবার অপমানিত হতে হয়েছে৷ বিভিন্ন ভাবে তাঁকে অপমান করা হয়েছে৷ কখনও ফোন করে, কখনও আবার মঞ্চে অপমান করা হয়েছে। কিন্তু তিনি মুখ খোলেননি। তবে আর এই অপমান সহ্য করতে পারছেন না৷ অত্যন্ত মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ আসন্ন লোকসভায় মিমি ফের প্রার্থী হবেন কিনা, তা এখনও জানা যায়নি৷ তিনি প্রার্থী না হলে নতুন মহিলা মুখ কে হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে৷ মনে করা হচ্ছে, মিমিকে যাদবপুর থেকে সরিয়ে অন্য কোনও কেন্দ্রে দেওয়া হতে পারে৷ যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + six =