ফের ভাঙন তৃণমূলে! বিজেপিতে নাম লিখিয়ে ‘বিদ্রোহ’ মিহির গোস্বামীর!

ফের ভাঙন তৃণমূলে! বিজেপিতে নাম লিখিয়ে ‘বিদ্রোহ’ মিহির গোস্বামীর!

কলকাতা: দলের বিরুদ্ধে আগেই বিদ্রোহী ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ সরাসরি প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে দল পরিচালোনা ও নির্দেশ দেওয়ার অভিযোও তুলেছিলেন তৃণমূল নেতা৷ এবার সেই প্রশান্ত কিশোরকে কাঠগড়ায় তুলে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক মিহির গোস্বামী৷ আজ দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন মিহির গোস্বামী৷

আজ দিল্লিতে বিজেপির পতাকা হাতে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘‘আমি আজ বিজেপিতে যোগদান করলাম৷ আমি গত ২৩ অক্টোবর তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে থাকে ইস্তফা দিয়েছিলাম৷ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অনাচার চলছে৷ দুর্নীতি এবং যে ঠিকাদার সংস্থা রাজত্ব কায়েম হয়েছে, তার প্রতিবাদে আমার এই গুরুতর সিদ্ধান্ত৷ স্বাধীনতার পর থেকে বিগত ডান ও বাম আমলে আমাদের উত্তরবঙ্গের প্রতি ধারাবাহিকভাবে অবহেলা হয়ে এসেছে, তার প্রতিবাদে আমার ধর্মযুদ্ধ বলতে পারেন৷ রাজনৈতিক জীবনের প্রান্তে এসে আমি আমার বাংলায় নতুন দিন দেখতে চাই৷ আমার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর নেতৃত্বে আমরা উত্তর বাংলার মানুষ সুদিন দেখতে পাব বলে আমি বিশ্বাস করি৷’’

নাম না করে ভোটগুরু প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ সাফ জানিয়ে দেন, তিনি ঠিকাদার সংস্থার পরামর্শ মেনে চলতে পারবেন না৷ পরিস্থিতির সুযোগ নিতে খুব একটা দেরি করেনি বিজেপি৷ পুজোর পরপর আচমা তৃণমূল বিধায়কেক বাড়িতে হাজির হন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক৷ ঘণ্টাখানিকের বৈঠকের পর থেকে ‘বাপাত্তা’ হয়ে যান মিহির! ‘ড্যামেজ কন্ট্রোলে’ বিধায়কের বাড়িতে গিয়েও দেখা পাননি তৃণমূলের দুই মন্ত্রী৷ দু’জেলা ঘুরেও শূন্যহাতে ফিরতে হয়  মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও নিময় বর্মনকে৷ মন্ত্রীদের আসার আগেই বিধায়কের ‘বেপাত্তা’ হওয়ার ঘটনা কোচবিহারের রাজনীতিতে শুরু হয় নতুন বিতর্ক৷ শুরু হয় জল্পনা৷ এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লেখালেন সদ্য প্রাক্তন হওয়া এই তৃণমূল বিধায়ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *