স্বাস্থ্যসাথী প্রকল্পে এ বার অন্তর্ভুক্ত হবেন পরিযায়ী শ্রমিকরাও, রয়েছে ছোট্ট একটি শর্ত

স্বাস্থ্যসাথী প্রকল্পে এ বার অন্তর্ভুক্ত হবেন পরিযায়ী শ্রমিকরাও, রয়েছে ছোট্ট একটি শর্ত

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

migrant workers

কলকাতা: স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার অন্তর্ভুক্ত হবেন পরিযায়ী শ্রমিকরা৷ বৃহস্পতিবার ২০২৪-’২৫ অর্থবর্ষের বাজেট বক্তৃতায় তেমনই প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে, এর জন্য একটা শর্ত রয়েছে৷  ভিন রাজ্যে কর্মরত এ রাজ্যের শ্রমিকদের নাম ‘কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টাল’-এ নথিভুক্ত থাকতে হবে। পরিযায়ী শ্রমিকেরা যাতে তাঁদের কর্মস্থলের কাছাকাছি থাকা হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে বিমার মাধ্যমে চিকিৎসার সুবিধা পান, সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। এই ঘোষণার পর স্বাস্থ্যমহল মনে করছে, এবার থেকে বিমা সংস্থার মাধ্যমে ‘ইনশিয়োরেন্স মোড’-এ পরিষেবা মিলবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =