নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্নের জামিন খারিজ করল হাই কোর্ট

নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্নের জামিন খারিজ করল হাই কোর্ট

middleman prasanna roy

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট৷ গ্ৰুপ ডি কর্মী নিয়োগের মামলার পর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলাতেও প্রসন্নকুমার রায়ের জামিনের আবেদন খারিজ করল আদালত৷ বৃহস্পতিবার দু’টি মামলারই শুনানি ছিল কলকাতা হাই কোর্টে।

বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এদিন জানায়, তদন্তের এই পর্যায়ে মামলাকারীকে জামিন দেওয়া যাবে না। তাঁর জামিনের আবেদন খারিজ করা দেওয়া হল। প্রসন্নের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, “নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর মক্কেলকে এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হার প্রধান এজেন্ট হিসাবে বলা হয়েছে। অথচ সিবিআই গ্রুপ ডি মামলায় এখনও শান্তিপ্রসাদকে গ্রেফতার করেনি।”

নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে প্রথম যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে অন্যতম প্রসন্ন রায়। তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, প্রসন্ন রায় এই দুর্নীতির অন্যতম কিং পিন। বিধাননগরে ট্রাভেল এজেন্সির আড়ালে চাকরি বিক্রির কারবার চালাতেন তিনি। 

সিবিআইয়ের আইনজীবী কল্লোল মণ্ডল এবং অমাজিত দে আদালতে জানান, স্কুলের গ্ৰুপ ডি পদে চাকরি পাইয়ে দিতে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুললেন প্রসন্নকুমার৷ তার পর তা শান্তিপ্রসাদের কাছে পৌঁছে দিতেন৷ সাড়ে ৪ কোটি টাকার আর্থিক লেনদেনের হিসাব মিলেছে। সিবিআই আরও জানিয়েছে, অনেক চাকরিপ্রার্থীই চাকরির বিনিময়ে প্রসন্নকে টাকা দিয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন৷ 

আদালত জানায়, গ্ৰুপ ডি মামলায় সিবিআই-ই তদন্ত চালাবে। তদন্তের প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শান্তিপ্রসাদকে গ্রেফতার করবে কি না, সেটা তারা ঠিক করবে। তবে আদালত তদন্তের এই পর্যায়ে পৌঁছে প্রসন্নকুমারের জামিনের আবেদন মঞ্জুর করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =