আরও বাড়ছে স্কুল বন্ধের মেয়াদ? মিড-ডে মিলের বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা

আরও বাড়ছে স্কুল বন্ধের মেয়াদ? মিড-ডে মিলের বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা

কলকাতা: নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি। বিশ সালের বিষমুক্ত করে গোটা দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ৷ বিশ্বের বৃহত্তম টিকাকরণ ভারতে শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখনও রাজ্যে স্কুল কবে খুলবে সেই বিষয়ে এখনও অমিল জবাব৷ উল্টে সরকারের তরফে প্রতিটি জেলার জেলাশাসকদের পাঠানো মিড-ডে-মিল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কার্যত ইঙ্গিত দেওয়া হয়েছে, আগামী মার্চ পর্যন্ত স্কুল খোলার কোনোরকম সম্ভাবনা আপাতত অমিল৷ 

সম্প্রতি, রাজ্য সরকারের ‘কুকড মিড-ডে-মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে’র পক্ষ থেকে প্রতিটি জেলার জেলাশাসকদের পাঠানো বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত চলতি নিময়ে চলবে মিড-ডে-মিল৷ সেখানে লেখা রয়েছে, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের নির্দিষ্ট ২ থেকে ৩ দিন প্রতিটি স্কুল থেকেই মিড-ডে-মিল দেওয়া হবে৷ জেলাভিত্তিক প্রতিটি স্কুলে সরকারের তরফ থেকে ই-মেল মারফত নির্দিষ্ট দিনগুলির কথা জানানো হবে৷ ওই দিনগুলিতেই স্কুল কর্তৃপক্ষ রোস্টার অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিত থাকতে হবে৷ এছাড়া আলাদা করে শিক্ষক-শিক্ষিকাদের জন্য কোনও নির্দেশিকা দেওয়া হয়নি৷

মিড-ডে মিলের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী মার্চ পর্যন্ত স্কুল থেকে পড়ুয়াদের দেওয়া হবে মিড-ডে-মিলের ২কোটি চাল, ১কেজি ছোলা, ১কেজি আলু, ১০টাকা দামের সাবান৷ করোনা পরবর্তী সময় থেকে রাজ্যের স্কুল থেকে পড়ুয়াদের চাল-আলু-ছোলা বিলির ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ স্কুল বন্ধ থাকলেও পড়ুয়াদের মিড-ডে-মিলের সামগ্রী বিলি করা হয়েছে৷ করোনার জেরে সেই মার্চ থেকে বন্ধ রাজ্যের স্কুল-কলেজ৷ ধাপে ধাপে তা খোলার বিষয়ে আলোচনা চললেও কার্যকর হয়নি৷ করোনা টিকাকরণ শুরু হলেও স্কুল খোলার বিষয়ে এখনই যে কোনও কার্যকরি পর্যপক্ষেপ নেওয়া হবে, তা কার্যত উড়িয়ে দিচ্ছে নয়া  মিড-ডে-মিলের বিজ্ঞপ্তি৷ কবে খুলবে স্কুল? সে প্রসঙ্গে রাজ্য সরকার বা শিক্ষা দফতর, কারোর পক্ষ থেকেই এখনও কিছু জানানো হয়নি৷ নয়া এই বিজ্ঞপ্তির সৌজন্যে কি স্কুল বন্ধের মেয়াদ মার্চ পর্যন্ত বর্ধিত হতে চলেছে? গুঞ্জন শুরু হয়েছে শিক্ষক মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =