করোনা আতঙ্কের মধ্যে NIA-কে সব বকেয়া মামলা নিষ্পত্তির নির্দেশ কেন্দ্রের

করোনা আতঙ্কের মধ্যে NIA-কে সব বকেয়া মামলা নিষ্পত্তির নির্দেশ কেন্দ্রের

d14f669c5e745331023ac83ad4d7a571

নয়াদিল্লি: জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার৷ বুধবার রাজ্যসভার অধিবেশনে এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

এদিন মন্ত্রকের তরফে জানানো হয়, জমে থাকা মামলাগুলির যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয়ে তৎপর কেন্দ্র৷ এর জন্য গড়ে তোলা হয়েছে এনআইএ স্পেশাল কোর্ট৷ দিনে দিনে বিচার করা হচ্ছে৷ নিযুক্ত করা হয়েছে স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটার এবং সিনিয়র প্রসিকিউটর৷

এনআইএ-র হাতে থাকা মামলাগুলির একটি পরিসংখ্যানও এদিন তুলে ধরা হয়৷ ওই পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে তদন্তের জন্য এনআইএ-র হাতে ২২৯টি মামলার দায়িত্ব সঁপেছে কেন্দ্র৷ যার মধ্যে ২২টি মামলার মীমাংসা হয়ে গিয়েছে৷ ১৪৮টি মামলার চার্জশিট গঠন করা হয়েছে৷ তদন্ত তলছে ৫৯টি মামলার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *