নৌসেনায় জুড়ল এমএইচ-৬০, ‘শিকারি’ কপ্টার গুঁড়িয়ে দেবে শত্রুর ডুবোজাহাজ

নৌসেনায় জুড়ল এমএইচ-৬০, ‘শিকারি’ কপ্টার গুঁড়িয়ে দেবে শত্রুর ডুবোজাহাজ

mh-60-romeo-seahawk-multirole-choppers

কলকাতা:  ভারত মহাসাগরে চিনের দাপট কমাতে নিজেদের অস্ত্রভাণ্ডারের শক্তি বাড়াচ্ছে ভারত। ক্ষিপ্র গতি আর নির্ভুল নিশানায় শত্রুপক্ষের ডুবোজাহাজকে ছিন্নভিন্ন করতে অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে ভারতীয় নৌবাহিনী। 

এমএইচ-৬০ রোমিও মাল্টি-রোল কপ্টার জুড়ল নৌসেনায়। নৌবাহিনীর ন্যাভাল এয়ার স্কোয়াড্রনের সঙ্গে যুক্ত হল এমএইচ-৬০ শিকারি কপ্টার। এর ইপর নাম ‘সি-হক’৷ সমুদ্রের নীচে যত গভীরেই ডুবোজাহাজ থাকুক না কেন, এই ‘মাল্টি-রোল’ হেলিকপ্টার তার গন্ধ পাবেই।

ভারত মহাসাগরে যে কোনও শত্রুর মোকাবিলা করতে চিনের অস্ত্র ‘মাল্টি-রোল’ জেড-২০ হেলিকপ্টার৷ এই হেলিকপ্টার এতাই শক্তিশালী যে, এর থেকে টর্পেডো দেগে সমুদ্রের নীচে লুকিয়ে দিয়ে থাকা ডুবোজাহাজ গুঁড়িয়ে দেওয়া যায় সহজেই৷ অন্যদিকে, এতদিন ভারতের হাতে ছিল ৪০ বছরের পুরনো বুড়ো ঘোড়া ব্রিটিশ ‘সি-কিং চপার’৷ ফলে একটা খামতি তৈরি হয়েছিল৷ সেই খামতি এবার মিটিয়ে দিল এমএইচ-৬০ রোমিও মাল্টি-রোল কপ্টার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =