‘মেট্রো ম্যান’-এর গেরুয়া যোগ! বাম শাসিত কেরালায় হইচই

কেরালার বিশিষ্ট প্রযুক্তিবিদ ই শ্রীধরণ যোগ দিচ্ছেন বিজেপিতে

​​​​​​কেরালা: একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির রঙ্গ মঞ্চে দলবদল অথবা বিশিষ্ট ব্যক্তিদের রাজনীতিতে যোগদান এখন প্রায় জলভাত হয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই রাজনীতির আঙিনায় শোনা যাচ্ছে কোনো না কোনো নতুন নাম। তবে শুধু বাংলাই নয়, দলবদল আর রাজনৈতিক পটপরিবর্তন চলছে দেশের বাকি রাজ্যগুলিতেও। সম্প্রতি সেই তালিকায় যোগ হল কেরালার নাম। 

দক্ষিণ ভারতে একমাত্র বাম শাসিত রাজ্য কেরালায় বিজেপিতে যোগ দিতে চলেছেন বিশিষ্ট প্রযুক্তিবিদ ই শ্রীধরণ, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ই শ্রীধরণ ভারতে ‘মেট্রো ম্যান’ নামে বহুল পরিচিত। দেশের কারিগরি শিল্পের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। ৮৯ বছরের প্রবীণ এই প্রযুক্তিবিদই এবার পা রাখতে চলেছেন রাজনীতির আঙিনায়। কেরালার রাজনৈতিক মহলে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে এই সংবাদ নতুন করে যোগ করেছে উত্তাপ। 

ভারতীয় জনতা পার্টির গেরুয়া রাজনীতির পতাকা হাতে তুলে নেওয়ার সংবাদ নিজেই নিশ্চিত করেছেন ই শ্রীধরণ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “খবরটা সত্যি। আমি বিজেপিতে যোগ দিচ্ছি।” কেন এই সিদ্ধান্ত নিলেন ‘মেট্রো ম্যান’? তিনি জানিয়েছেন রাজ্যের সার্বিক উন্নয়নের জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর কথায়, “কেরালার শাসকদল এলডিএফ (Left Democratic Front) বা বিরোধী ইউডিএফ (United Democratic Front), কেউই রাজ্যের উন্নতিতে আগ্রহী নয়, তারা সবাই ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। যা পরিস্থিতি, তাতে একমাত্র বিজেপিই কিছু করতে পারে।”

এ প্রসঙ্গে কেরালার বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন বলেছেন, আগামী ২১ ফেব্রুয়ারি কেরালায় বিজেপির ‘বিজয় যাত্রা’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন ই শ্রীধরণ। উল্লেখ্য, দিল্লি মেট্রো, কোচি মেট্রো ছাড়াও কঙ্কন রেলওয়ে স্থাপন করেছেন বর্ষীয়ান এই প্রযুক্তিবিদ। তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 20 =