‘ছাড়ব না ছাড়ব না, হবে না হবে না’, পঞ্চায়েত ভোট নিয়ে বাংলায় মুখ খুললেন রাজ্যপাল

‘ছাড়ব না ছাড়ব না, হবে না হবে না’, পঞ্চায়েত ভোট নিয়ে বাংলায় মুখ খুললেন রাজ্যপাল

 কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই অশান্তির সূত্রপাত৷ মনোনয়ন পর্বকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তি হয়েছে৷ রক্তে ঝরেছে৷ ঘটেছে মৃত্যু৷ গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি অশান্ত হয়েছে ভাঙড়৷ এই অশান্তির আবহে  শুক্রবার ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর চব্বিশ ঘণ্টার মধ্যেই শনিবার ক্যানিংয়ের অশান্ত এলাকা পরিদর্শনে গেলেন তিনি। হিংসা কবলিত ক্যানিং পরিদর্শনের পর সাংবাদিক বৈঠকে বাংলায় কথা বললেন রাজ্যপাল৷ তিনি বলেন, “ছাড়ব না ছাড়ব না, হবে না হবে না।” এরপর বাকিটা ইংরেজিতেই বলেন তিনি। তাঁর সাফ কথা, গণতন্ত্রে কোনও গুণ্ডাগিরি চলতে পারে না। যে কোনও মূল্যে হোক তা দমন করতেই হবে। পঞ্চায়েতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে হবে। 

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, ‘আমি সবটা দেখতে পারিনি। যে সব এলাকায় হিংসার ঘটনা ঘটেছে তার দু-একটা জায়গায় যেতে পারেছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। হিংসায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেছি। আক্রান্ত পুলিশ অফিসারদের সঙ্গেও কথা হয়েছে৷ যা দেখেছি তাতে অমি স্তম্ভিত হয়ে গিয়েছি। এ ধরনের গুণ্ডামি ও হিংসার ঘটনা কীভাবে ঘটতে পারে৷

এর পর নিজের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তিনি বলেন, আমি সংবিধানের প্রতি দায়বদ্ধ। কোথাও মানুষ আক্রান্ত হলে আমাকে হস্তক্ষেপ করতেই হবে। ভয়হীনভাবে যাতে বাংলার মানুষ ভোট দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে।