টালমাটাল সিংহাসন, গৃহযুদ্ধ ট্রাম্প পরিবারে! প্রেসিডেন্ট-স্ত্রীর রহস্য হাসিতে তোলপাড় বিশ্ব

আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টের সৎ মেয়ে ইভাঙ্কার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া তথা সংবাদ মাধ্যম গুলি জল্পনা চালাচ্ছিল। এবার সেটি জনগণের সামনে সত্যি হিসাবেই ধরা পড়ল।

 

ওয়াশিংটন: সম্প্রতি আমেরিকার শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ বিপ্লব নিয়ে গৃহযুদ্ধে জেরবার ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মসনদ দখলের লড়াইয়ে যায় যায় অবস্থা মিস্টার প্রেসিডেন্টের। এদিকে তাঁর সংসারেও যে ভাঙন ধরেছে, তা নিয়ে নেট দুনিয়া সরগরম। বৃহস্পতি তাতে পারদ চড়ালেন ট্রাম্প নিজেই। এদিন রিপাবলিকানদের কনভেনশনের শেষ দিন ছিল। ‘মধুরেণ সমাপয়েৎ’ এর বদলে সেখানেই নয়া বিতর্কের দানা বাধল।

আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টের সৎ মেয়ে ইভাঙ্কার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া তথা সংবাদমাধ্যমগুলি জল্পনা চালাচ্ছিল। এবার সেটি জনগণের সামনে সত্যি হিসাবেই ধরা পড়ল। ট্রাম্প ভেবেছিলেন, অনুষ্ঠানের শেষে হাসিমুখের পরিবার ছবি তুলবেন। তাই প্রথমেই তাঁর বাম দিকে মেলানিয়াকে দাঁড় করিয়ে রেখেছিলেন। কিন্তু এরপর ইভাঙ্কাকে যখন ট্রাম্প ডাকলেন, তখনই ঘটল অঘটন!

বিতর্কিত সেই মুহূর্ত

চরম অস্বস্তির মধ্যে পড়লেন মিস্টার প্রেসিডেন্ট। ইভাঙ্কাকে ডাকার পর যখন ইভাঙ্কা মেলানিয়ার উদ্দেশ্যে সৌজন্যের হাসি হেসে বাবা ট্রাম্পের দিকে এগিয়ে যেতে যান, তখনই মেলানিয়া রহস্যময় ভাবে হেসে চোখ গোল গোল করে তাকিয়ে রইলেন ইভাঙ্কার দিকে। এই মুহূর্তটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয় নেট মহলে। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কথা বলে হাঁপিয়ে ওঠা ট্রাম্প ওই মঞ্চেই বিতর্কের মুখে পড়ে যান। নেটিজেনদের মতে, এই মুহূর্তই প্রমাণ করে ট্রাম্পের সংসারে ভাঙন ধরেছে। দেশজুড়ে গৃহযুদ্ধের পাশাপাশি ট্রাম্পের গৃহেও যুদ্ধ চলছে।

বিতর্কের আগের মুহূর্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *