Urgent Appeal
কলকাতা: বিরল রোগে আক্রান্ত ছয় বছরের এক শিশু৷ কিন্তু তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রাণদায়ী ওষুধ৷ অবশেষে হাতিয়ার করা হয় রেডিওকে৷ শুক্রবার সকালে হাঠাৎ রেডিও তরঙ্গে ভেসে আসে জরুরি আবেদন৷ রাহাত খান নামে বাংলাদেশি হ্যাম রেডিও অপারেটরের আবেদন শুনেই উত্তর দেন হ্যাম রেডিও’র ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীষ নাগ বিশ্বাস।
অম্বরীশ জানতে পারেন, বাংলাদেশে বছর ছয়ের এক শিশুকন্যা বিরল রোগে আক্রান্ত। ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গোটা বাংলাদেশে তন্নতন্ন করে খুঁজেও সেই রোগের ওষুধ পাওয়া যায়নি। এদিকে অবিলম্বে ওই ওষুধ দিতেই হবে তাঁকে৷ এই খবর জানতে পারার পরই ঝাঁপিয়ে পড়েন ভারতের হ্যাম অপারেটররাও। দিনভর ওষুধের খোঁচ চালানোর পর অবশেষে দিল্লি থেকে সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় পৌঁছয় সেই জীবনদায়ী ওষুধ। ওই শিশুটিকে বাঁচাতে খুশি দুই দেশের হ্যাম অপারেটররাই৷ তাঁদের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে দু’দেশের মানুষ৷