গণনার একদিন আগেই খোলা হয়েছে ব্যালট বাক্সের সিল! বিস্ফোরক মহম্মদ সেলিম

গণনার একদিন আগেই খোলা হয়েছে ব্যালট বাক্সের সিল! বিস্ফোরক মহম্মদ সেলিম

কলকাতা: সোমবার ২২টি জেলার মধ্যে ১৯ জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। শনিবার যে জায়গাগুলিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সেখানকার ব্যালট বাক্স ইতিমধ্যেই গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছে। কিন্তু ব্যালট বাক্স নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ তাঁর অভিযোগ, ভোট গণনার আগেই ব্যালট বাক্সের মুখ খোলা হয়ে গিয়েছে। এমনকী এই ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার পঞ্চায়েতের ভোট গণনা৷ তাঁর আগে এহেন অভিযোগে হুলস্থূল।

 সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ওই ভিডিয়োটি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘সিঙ্গুর ডিসিআরসি দফতরে জনগণ পাহাড়া দিচ্ছে। লুট এখনও সম্পন্ন হয়নি। তবে সিল করা ব্যালট বাক্স খোলার চেষ্টা হাতেনাতে ধরা পড়েছে। পোলিং অফিসারের কাছে এর কোনও জবাব নেই। রুল বুক মেনে চলার কথা বলা হয়েছে। অফিসাররা কেবল কালীঘাটের নির্দেশ মেনে চলে।’ এই ভিডিয়ো’য় দেখা গিয়েছে, সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের কালিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা ব্যালট বাক্সের কাপড়ের মুখ খোলা। সেটা দেখার পরই অভিযোগ করেছেন সেলিমের। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি আজবিকেল.কম৷ 

সিপিএমের হুগলি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘রাত ১১টা নাগাদ কালিয়াড়া ৫৮ নম্বর স্টেশনের ব্যালট বাক্স কাউন্টারে আসে। এই বুথে সিপিএমের শক্তি স্বাধীনতার সময় থেকে অটুট। সেখানে আমরা দেখলাম এই ব্যালট বাক্সের উপরের কাপড়ের সিলটি কাটা রয়েছে। প্রতিবাদ করার পর পুনরায় সিল করে দেওয়া হয়। নির্বাচনে জালিয়াতির কথা আমরা শুরু থেকে বলে আসছি।’

এদিকে, সিপিএমের যাবতীয় অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *