শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব, ঘোষণা করে দিলেন মমতা

শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব, ঘোষণা করে দিলেন মমতা

কলকাতা:  শিলিগুড়ি পুরনিগম দখলের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব৷ তবে বিধাননগর পুরনিগমের মেয়র কে হবেন তা এখনও চূড়ান্ত নয়৷ আলোচনার মাধ্যমে তা ঠিক করা হবে বলে জানিয়েছেন দলনেত্রী৷ 

আরও পড়ুন- সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে

এদিকে, চার পুরসভায় সবুজ ঝড় উঠতেই বার্তা দেন মমতা৷ তিনি বলেন, ‘‘আরও নম্র ও মানবিক হয়ে আমাদের মানুষের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘এটা মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশি।’’ 

সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চার পুরনিগমের ফল স্পষ্ট হতেই একযোগে কংগ্রেস, সিপিএম ও বিজেপি-কে আক্রমণ শানান মমতা। তিনি বলেন, ‘‘শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে জেতার পরেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য কিছুই করেনি বিজেপি। মানুষ পুরভোটে তারই জবাব দিয়েছেন৷  আরও বেশি করে মানুষ তৃণমূল প্রার্থীদের ভোট দিয়েছেন৷’’ সেই সঙ্গে গৌতম দেবই শিলিগুড়ির মেয়র হচ্ছেন বলে ঘোষণা করে দেন মমতা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =