টাটা সাম্রাজ্যের উত্তরাধিকার এই মেয়ে! চেনেন মায়া টাটাকে?

Maya Tata Future Leader Tata Group কলকাতা: ভারত তথা গোটা বিশ্বে শিল্পপতিদের কথা উঠলেই চলে আসে আদানি, অম্বানি, মিত্তল, বিড়লাদের নাম৷ তবে এই সব নামের…

Maya Tata Future Leader Tata Group

Maya Tata Future Leader Tata Group

কলকাতা: ভারত তথা গোটা বিশ্বে শিল্পপতিদের কথা উঠলেই চলে আসে আদানি, অম্বানি, মিত্তল, বিড়লাদের নাম৷ তবে এই সব নামের ভিড়ে আরও একটি নাম স্বতন্ত্র হয়ে রয়েছে৷ সেটা হল রতন টাটা৷ আপমর দেশবাসীর সঙ্গে জুড়ে রয়েছে টাটা গোষ্ঠী৷ (Maya Tata Future Leader Tata Group)

রতন টাটার ভাইছি মায়া  Maya Tata Future Leader Tata Group

যদিও বয়সজনিত কারণে ধীরে ধীরে টাটা গোষ্ঠীর বিভিন্ন দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন রতন টাটা। টাটা সন্সের নেতৃত্বে সঁপেছেন এন চন্দ্রশেখরনের হাতে। তবে, তাঁর ভূমিকা খানিকটা অন্তর্বর্তীকালীন। এই অবস্থায় আগামী দিনে বিশাল এই শিল্প গোষ্ঠীর নেতৃত্ব দেবে কে? সেটাই ছিল বড় প্রশ্ন।  তবে সেই প্রশ্নের উত্তর সম্ভবত মিলে গিয়েছে৷ আগামী দিনে টাটা গোষ্ঠীর নেতৃত্ব দেবেন রতন টাটার ভাইছি মায়া টাটা৷

Tata
রতন টাটা

রতন টাটার সৎভাই নোয়েলের মেয়ে মায়া

৩৪ বছরের মায়া, আল্লু মিস্ত্রি ও নোয়েল টাটার কন্যা৷ যিনি রতন টাটার সৎভাই। তাঁর ভাই-বোন লেয়া ও নেভিলের সঙ্গে, মায়া টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের বোর্ডে কাজ করছেন, যা টাটা গ্রুপের একটি গুরুত্বপূর্ণ সংস্থা।

 

টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান, প্রয়াত সাইরাস মিস্ত্রির বোন আল্লু। সাইরাস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এবং স্টার্লিং ইনভেস্টমেন্ট গ্রুপের মাধ্যমে, টাটা সন্সে মিস্ত্রি পরিবারের ১৮.৪ শতাংশ শেয়ার রয়েছে। টাটা সন্সে এই বিপুল পরিমান অংশীদারিত্ব থাকার কারণেই পর্যবেক্ষকরা মনে করছেন, ভবিষ্যতে টাটা গোষ্ঠীর নেতৃত্ব দিতে চলেছেন মায়া টাটা।

আরও পড়ুন-

আপনি কি F&O ট্রেডার?

আরও নিচে নামবে NIFTY?

 Business: Ratan Tata’s gradual retirement raises questions on Tata Group’s future leadership. His niece, Maya Tata, is poised to take over. The Tata Group, interwoven with Indian heritage, stands among giants like Adani, Ambani, Mittal, and Birla.