Huge Crowd
গঙ্গাসাগর: সংক্রান্তির হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু বাংলা৷ কুয়াশা ঘেরা সকালে গঙ্গাসাগরে পুণ্যের ডুব৷ সকাল থেকেই সাগরসঙ্গমকে পুণ্যার্থীদের ভিড়। তটজুড়ে কালো মাথার ভিড়। গতকাল রাত থেকে শুরু হয়ে গিয়েছে শুভক্ষণ। সাগরের ঠান্ডা হাওয়া হাড়ে কাঁপুনি ধলেও কৌপিন পরিহিত সাধুসন্তদের সে সবে ভ্রূক্ষেপ নেই। ঝুপঝাপ জলে ডুব দিয়ে চলছে পুণ্যার্জনের হিড়িক৷ ঠান্ডা সেখানে কোনও বাধাই নয়৷
ছোট থেকে বড়, পৌষসংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে ডুব দিয়ে চলেছে মানুষ৷। কেউ হাঁটুজলে দাঁড়িয়ে, কেউ আবার বুক পর্যন্ত জলে নেমে সূর্যপ্রণাম সারছেন৷ যাঁরা পৌষ পার্বনে শীতের চাদর গায়ে জড়িয়ে পিঠেপুলির স্বাদ নেওয়ার কথা ভাবছিলেন, তাঁদের জন্য আজ নিশ্চিত ভাবেই আনন্দের৷ জানুয়ারির শুরুতে শীত সেভাবে সাড়া জাগাতে না পারলেও পৌষ শেষে জম্পেশ ঠান্ডায় কাবু এ রাজ্যেপ মানুষ৷