গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ মাও নেতা সব্যসাচী গোস্বামী, মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা

গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ মাও নেতা সব্যসাচী গোস্বামী, মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা

maoist

কলকাতা: জঙ্গলমহলে নতুনভাবে সশস্ত্র স্কোয়াড গড়ে তোলার ছক কষছিল মাওবাদীরা। তরুণ-তরুণীদের মগজধোলাই করে তাঁদের সংগঠনে টেনে চূড়ান্ত বৈঠকের আয়োজন করা হয়৷ ঠিক ছিল ওই বৈঠকের মধ্যে দিয়েই অস্ত্রশস্ত্র হাতে তুলে দেওয়া হবে৷ কিন্তু রাজ্য পুলিশের তৎপরতায় সই পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশের জালে ধরা পড়েন মোস্ট ওয়ান্টেড সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী। তাঁর আরও বেশ কয়েকটি নাম রয়েছে- বাবু, কিশোর, পঙ্কজ, ও অজয়। তিনি উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকার এইচ বি সোদপুর রোড ৬ নম্বর এলাকার বাসিন্দা। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাঁর মাথার দাম দিয়েছিল ১০ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + twenty =