জেলে বসেই PhD করার ইচ্ছা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিলেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব

বর্ধমান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি তিনি৷ কিন্তু, তাঁর ইচ্ছা ইতিহাসে পিএইচডি করবেন৷ তাই সংশোধনাগার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। বুধবার…

বর্ধমান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি তিনি৷ কিন্তু, তাঁর ইচ্ছা ইতিহাসে পিএইচডি করবেন৷ তাই সংশোধনাগার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। বুধবার হুগলি জেল থেকে তাঁকে নিয়ে আসা হয় বর্ধমানে।

 

পশ্চিম মেদিমীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলায় অভিযুক্ত অর্ণব দাম। ২৯ ফেব্রুয়ারি এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি৷ প্রথমে পশ্চিম মেদিনীপুরের জেলে রাখা হয়েছিল তাঁকে৷ ১৭ মার্চ তাঁকে নিয়ে আসা হয় হুগলির জেলে। এখানে আসার পরই পিএইচডি করার সুযোগ দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন অর্ণব। বিচারক সেই আবেদন তাঁর আদেশে নথিভুক্তও করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বিবেচনাও করে দেখতে বলেন৷ কিন্তু তাঁর আবেদনে আমল না দেওয়ায় অনশনে বসেন অর্ণব৷ পরে কারা কর্তৃপক্ষ তাঁকে অনুমতি দেয় এবং ইন্টারভিউর ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *