বালেশ্বর: করমণ্ডল দুর্ঘটনায় উদ্ধারকাজ শেষ৷ তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়৷ ওড়িশার বালেশ্বরে বাহানগা বাজার রেল স্টেশনের কাছে পরিস্থিতি এখনও ভয়াবহ৷ কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। সেই পরিস্থিতিতে আগামিকাল অর্থাৎ রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল করে দিল দক্ষিণ-পূর্ব রেল। বহু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৪ জুন যে যে ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল-
১) ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস।
২) ০৮৪৪০ পাটনা-পুরী স্পেশাল ট্রেন।
৩) ১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর এক্সপ্রেস।
৪) ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।
৫) ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।
৬) ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস।
৭) ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।
৮) ০৮০৬৪ ভদ্রক-খড়্গপুর।
৯) ০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক।
১০) ০৮০৩১ বালাসোর-ভদ্রক।
১১) ০৮০৩২ ভদ্রক-বালাসোর।
১২) ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।
১৩) ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর।
১৪) ০৮৪১৫ জলেশ্বর-পুরী।
১৫) ১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস।
১৬) ১৮০২১ খড়্গপুর-পুরী রোড এক্সপ্রেস।
১৭) ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।
১৮) ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।
১৮) ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>