নয়াদিল্লি: গত দশকের সব থেকে বিতর্কিত নোট বাতিলের পরবর্তী সময়ে দুর্নীতির তদন্তে এবার নাম নামল অর্থমন্ত্রক৷ নজরে এবার একাধিক গয়না ব্যবসায়ী৷
অভিযোগ, নোটবন্দির পরবর্তী সময়ে বিপুল পরিমাণে নগদ জমা হয়েছে গয়না ব্যবসায়ীদের অংশের কাছে৷ আর তার জেরে গয়না ব্যবসায়ীদের উপার্জনের সঙ্গে সামঞ্জস্যে বেশকিছু গরমিল দেখা গিয়েছে৷ আর এই গরমিলের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করল অর্থমন্ত্রক৷
সূত্রের খবর, অর্থমন্ত্রকের আতস কাচের নীচে থাকা গয়না ব্যবসায়ীদের সমস্ত আর্থিক লেনদেন নতুন করে দেখা হতে পারে৷ ২০১৭-২০১৮ অর্থবর্ষে ওই গয়না ব্যবসায়ীদের আয়কর রিটার্নও দেখার কাজ শুরু হতে চলেছে৷ যদিও অধিকাংশ গয়না ব্যবসায়ীর আয়কর দাখিলে তা প্রতিফলিত হয়নি৷ তাহলে কোথায় গরমিল? খতিয়ে দেখার কাজ শুরু করেছে মন্ত্রক৷
অর্থমন্ত্রে বস থেকে বেশি গরমিলের তথ্য মিলেছে গুজরাত থেকে৷ এক গয়না ব্যবসায়ী নোটবন্দির সময় অর্থাৎ ২০১৬ সালের ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ৪ কোটি ১৪ লক্ষ নগদ টাকা জমা করেছিলেন বলে খবর মিলেছে৷ কিন্তু, ওই ব্যবসায়ী এক বছর আগে ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের সময়কালে তাঁর নগদ জমার পরিমাণ ছিল মাত্র ৪৪ হাজার ২৬০ টাকা৷ এক বছরে রাতারাতি বৃদ্ধির পরিমাণ ৯৩ হাজার ৬৪৮ শতাংশ৷ কিন্তু, কীভাবে আঙুল ফুলে কলাগাছ হল ব্যবসায়ীর? মনে করা হচ্ছে, কিছু গয়না ব্যবসায়ী নোট বাতিলের সময় দু’তিন দিনে কোটি কোটি টাকা জমা করেছিলেন৷ কিন্তু, আয়কর রিটার্নে তার প্রতিফল দেখা যায়নি৷ আর এই নিয়ে শুরু হয়েছে তদন্ত৷ নজরে রয়েছে বাংলার একাধিক গয়না ব্যবসায়ীও৷