টোকিও কাঁদিয়েছিল, প্যারিসে পদক জয় শুটার মনুর, ফোনে শুভেচ্ছা মোদীর

কলকাতা: প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। দক্ষিণ কোরিয়া, চিনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কড়া ফাইট…

কলকাতা: প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। দক্ষিণ কোরিয়া, চিনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কড়া ফাইট হয়েছে তাঁর। তবে .১ স্কোরের ব্যবধানে রুপো হাতছাড়া হয়েছে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু৷

 

ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্সের পদক নিজের নামে করেছেন তিনি। তিন বছর আগে টোকিয়ো অলিম্পিক্সে বন্দুক খারাপ হয়ে গিয়েছিল এই মনুরই। কাঁদতে কাঁদতে বেরতে হয়েছিল তাঁকে। পরের তিন বছরে নানা বিতর্ক সামলে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন৷

 

শনিবার যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করেছিলেন৷ রবিবার ফাইনালেও শেষ করলেন তৃতীয় স্থানেই। শেষ শটের আগে দ্বিতীয় স্থানে ছিলেন ভারতীয় শ্যুটার। তাঁর শেষ শট ১০.৩। চিনা প্রতিযোগী ১০.৫ মারায় মনুর রুপো পাওয়ার আশা সেখানেই শেষ হয়ে যায়। তবে তিনি পদক জিতেন৷ তাঁর সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীও৷ ফোনে মোদী তাঁকে বলেন, ‘মনু, নমস্কার। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মনু পাল্টা জিজ্ঞেস করেন, ‘স্যার আপনি কেমন আছেন?’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি ভালো আছি। বিশেষ করে এই সফল্যে আমি আনন্দিত।’’ তিনি আরও বলেন, ‘‘আপনি ০.১ পয়েন্টের জন্য রুপো মিস করলেও আপনি দেশকে গর্বিত করছেন। আপনাকে দু’টি কারণে কৃতিত্ব দেব। প্রথমত, আপনি পদক জিতেছেন। দ্বিতীয়ত, ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে শুটিংয়ে আপনি পদক এনে দিয়েছেন।’’