গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারি, গ্রেফতার করেছিল ইডি

গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারি, গ্রেফতার করেছিল ইডি

manish kothari

নয়াদিল্লি: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে জামিন দিল দিল্লি হাই কোর্ট। গরু পাচার মামলায় এটাই প্রথম জামিন৷ গত ১৪ মার্চ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছিলেন মণীশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১৪ মার্চ মণীশ সহ ১২ জনকে দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছিল। দিনভর জেরার পর মণীশকে গ্রেফতার করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। ইডি হেফাজত শেষে তাঁরও ঠাঁই হয় তিহাড় জেলে৷ এই জেলেই রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা ও একদা দেহরক্ষী সায়গল হোসেন৷ 

এর আগেও জামিনের আবেদন জানিয়েছিলেন মণীশ৷ কিন্তু জামিন পাননি৷ ইডি-র দাবি ছিল, গরু পাচারের কালো টাকা সাদা করার পিছনে সক্রিয় ভূমিকা ছিল কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারির। তদন্তে নেমে বীরভূমে মণীশের নামেও বিপুল অঙ্কের সম্পত্তির হদিস পান ইডি-র গোয়ন্দারা। শুক্রবার অবশেষে তাঁর জামিন মঞ্জুর করল দিল্লি হাই কোর্ট৷ শুনানি শেষে ৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে মণীশের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।

মনীশ জামিন পেলেও  পুজোর আগে মুক্তি নেই অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের৷ তাঁরা দু’জনেই জামিন পাননি। আগের দিনই তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে তাঁদের এবারের পুজো কাটবে তিহাড় জেলেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =