হিংসার আগুনে দগ্ধ মণিপুরে মেয়াদ বাড়ল আফস্পার, আইন জারি নাগাল্যান্ড ও অরুণাচলেও

হিংসার আগুনে দগ্ধ মণিপুরে মেয়াদ বাড়ল আফস্পার, আইন জারি নাগাল্যান্ড ও অরুণাচলেও

 নয়াদিল্লি: হিংসার আগুনে পুড়ছে মণিপুর৷ অশান্ত উত্তর-পূর্ব৷ সেই হিংসার মাঝেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র। মঙ্গলবার নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় আফস্পার মেয়াদ ছ’মাসের জন্য বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এর পরের দিন অর্থাৎ বুধবার রাজ্যে আফস্পার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করে মনিপুর। ১ অক্টোবর থেকে তা কার্যকর করা হবে৷ বজায় থাকবে পরবর্তী ছয় মাস পর্যন্ত। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র৷ 

বুধবার মণিপুর সরকার জানায়, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা-র মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।  কার্যত গোটা মণিপুর রাজ্যকেই উপদ্রুত এলাকা বলে চিহ্নিত করেছেন এন বীরেন সিংয়ের সরকার। ইম্ফল সহ ১৯টি থানা এলাকা বাদে বাকি সর্বত্রই এই নয়া নির্দেশিকা কার্যকর করা হবে। ১ অক্টোবর থেকে মণিপুরে আফস্পা আইন কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। আগামী ৬ মাস এই আইন বলবৎ থাকবে। রাজ্যে বিভিন্ন চরমপন্থী ও বিদ্রোহী গোষ্ঠীর তাণ্ডব দমন করতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

তবে আফস্পার তালিকা থেকে ১৯টি এলাকা বাদ পড়াটা তাৎপর্যপূর্ণ। তবে এই তালিকায় রাখা হয়েছে কুকি অধ্যুষিত এলাকাগুলিকে। যদিও রাজ্যের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হন বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে কুকি-মেতেইদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই মণিপুরের পাহাড়ি উপত্যকাগুলিতে আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *