পরিবেশ দফতর হাতছাড়া মানসের, নেপথ্যে কি বিশ্ব পরিবেশ দিবসের ছবি-কাণ্ড?

পরিবেশ দফতর হাতছাড়া মানসের, নেপথ্যে কি বিশ্ব পরিবেশ দিবসের ছবি-কাণ্ড?

 কলকাতা: পরিবেশ দফতর খোয়ালেন মানস ভুঁইয়া৷ আপাতত এই দফতরের দায়িত্ব নিজের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু হঠাৎ কেন দায়িত্ব খোয়ালেন মন্ত্রী? এর পিছনে বেশ কিছু কারণ উঠে আসছে৷ 

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে পালিত হয়৷ কিন্তু, সেখানে এলবইডি স্ক্রিন, ব্যানার-সহ কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যায়নি৷ মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন? নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত পরিবেশ দিবস উদ্‌যাপনের মঞ্চে এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মানস ভুঁইয়া। মঞ্চ থেকেই পরিবেশ দফতরের প্রধান সচিব রোশনী সেনের কাছে রিপোর্ট তলব করেছিলেেন তিনি। ওই ঘটনার ১০ দিন পরে, ‘আকস্মিক ভাবে’ই পরিবেশ দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রী মানসকে। এর নেপথ্যে ‘ছবি-কাণ্ড’ রয়েছে কি না, তা নিয়ে গুঞ্জন চলছে প্রশাসনের একাংশে।

এর পাশাপাশি আরও একটি মত উঠে আসছে। সম্প্রতি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শাসকদলকে একাধিক বার কাঠগড়ায় উঠতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জনমানসে ক্ষোভও তৈরি হয়েছে। সেই ক্ষোভ প্রশমনেই হয়তো মানসের হাত থেকে দফতর কেড়ে নেওয়া হল।