Young Man
জয়পুর: এ যেন রিয়েল লাইফের ‘মানি হেইস্ট’৷ মুখে ‘দালি’ মুখোশ, গায়ে লাল জাম্পস্যুট! রাস্তার উপর গাড়ি থামিয়ে ওড়ালেন থোকা থোকা টাকা! সেই টাকা কুড়োতে পড়ল পথিকদের হুড়োহুড়ি৷ ভিড়ের গুঁতোয় ভর সন্ধ্যায় শহরের পথে চাক্কা জ্যাম! যুবকের কাণ্ডে একেবারে হুলস্থূল কাণ্ড৷ মঙ্গলের সন্ধ্যায় এমনই এক ঘটনার সাক্ষী থাকল মরুরাজ্য রাজস্থান৷
তবে ওই যুবকের বেশভূষায় ছিল বেশ চমক৷ যা মনে করিয়ে দিল বিখ্যাত স্পেনীয় ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’-এর ডাকাত দলের কথা৷ যেই দলের মাস্টারমাইন্ড ছিল প্রফেসর নামের এক ব্যক্তি৷ পৃথিবীর সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনা করতে যিনি তৈরি করেছিলেন একটা টিম। সেই টিমকে নিজে পাঁচ মাস প্রশিক্ষণ দিয়ে চাবুক করে তোলেন। প্রশিক্ষণের শুরুতেই তিনি সাফ জানান, পরস্পরের ব্যক্তিগত তথ্য আদান-প্রদান ও ব্যক্তিগত সম্পর্কে জড়ানো যাবে না। এমনকি ডাকার সুবিধার্থে প্রত্যেককে নিজের নাম হিসেবে একটি করে শহরের নাম বেছে নিতে বলেন। সেই নির্দেশ মেনেই দলের সদস্যরা অর্থাৎ সিরিজের মূল চরিত্ররা নিজেদের জন্য টোকিও, বার্লিন, মস্কো, ডেনভার, রিয়ো, অসলো ইত্যাদি শহরের নাম বেছে নেয়। এরপর শুরু হয় তাদের রুদ্ধশ্বাস অভিযান। ২০১৭ সালের শেষের দিকে নেটফ্লিক্স এই সিরিজের গ্লোবাল স্ট্রিমিং-এর অধিকার পায় এবং ২২ টি সংক্ষিপ্ত পর্বে ধারাবাহিকটি পুনরায় নির্মাণ করে বিশ্বব্যাপী সম্প্রচার করে।
#WATCH : Money Heist in Rajasthan. A scene reminiscent of the popular web series ‘Money Heist’ unfolded on the streets of Jaipur.#Rajasthan #Jaipur #JaipurViral #MoneyHeist2 #MONEY #viralvideo #India #Bharat #latest #latestnews pic.twitter.com/4Uu5Vn0m2T
— upuknews (@upuknews1) October 3, 2023
এদিকে, মরু শহর উদয়পুরে ওই যুবকের কীর্তি রীতিমতো শোরগোল ফেলে দেয়৷ মুড়ি-মুড়কির মতো উড়তে থাকা টাকা কুড়োতে শুরু হয় ধাক্কাধাক্কি৷ রাস্তা জুড়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা৷ ওই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ তবে ওই যুবকের পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ৷ কেনই বা তিনি টাকা ওড়াচ্ছিলেন, তাও জানা যায়নি৷
মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরের মালভ্য নগর এলাকার জনপ্রিয় একটি মলের সামনের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে ওই কাণ্ডটি ঘটান অভিযুক্ত যুবক। দেখা যায়, একটি গাড়ির ছাদে চেপে কুড়ি টাকার নোটের বান্ডিল থেকে গোছা গোছা টাকা ওড়াচ্ছেন তিনি৷ আর সেই টাকা কুড়োতেই রাস্তায় ভিড় জমায় সাধারণ মানুষ৷ গোটা ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ৷