ডাকাবুকো! আক্রমণের মুখে ভালুকের গালে সপাটে চড়, রক্ষা পেল প্রিয়জন আর প্রিয় সারমেয়,

ডাকাবুকো! আক্রমণের মুখে ভালুকের গালে সপাটে চড়, রক্ষা পেল প্রিয়জন আর প্রিয় সারমেয়,

নিই ইয়র্ক: সাহস বটে! পরিবার আর পোষ্যদের বাঁচাতে একেবারে ভাল্লুকের গালে সপাটে চড় কষালেন যুবক৷ এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ তাঁর সাহসকে কুর্নিশ জানাল নেট দুনিয়া৷  

আরও পড়ুন- ফের ফুটবল মাঠে সমর্থকদের হইচই, মেসির দেশে মৃত্যু হল একজনের

পরিবার আর দুই পোষ্যকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন অ্যান্থনি মুরেন নামে ওই যুবক৷   দুই পোষ্যই তাঁর হাতের সঙ্গে ছিল দড়ি দিয়ে বাঁধা৷ সঙ্গে ছিলেন এক মহিলাও৷ ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কিছু একটা আঁচ পেয়ে প্রথমে জোরে জোরে ডাকতে শুরু করে দু’টি সারমেয়। এর পর ভয়ে ছুটোছুটি শুরু করে দেয় তারা। অ্যান্থনি কোনও মতে দড়ি টেনে সারমেয় দুটিকে ধরে রাখার চেষ্টা করেন। 

ইতিমধ্যে অ্যান্থনির চোখ যায় এক কোনে৷ দেখেন, একটি বড় ভালুক ধেয়ে আসছে তাঁদের দিকে। ভালুক দেখে রুখে দাঁড়ান ডাকাবুকো অ্যান্থনি৷ তাকে আটকাতে সপাটে গালে চড় কষান। থাপ্পড় খেয়ে একটু থতমতই খেয়ে যায় ভালুকটি। গুটিগুটি পায়ে পিছু হটে যায়৷ চিৎকার করে অ্যান্থনিকে বলতে শোনা যায়, ‘‘পিছিয়ে যাও, পিছিয়ে যাও।’’ সেই সঙ্গে বেলচা আর থালা বাজিয়ে জোরে জোরে শব্দ করতে থাকেন তিনি। তাতেই ভয় পেয়ে পালিয়ে ভালুক।  ভালুকটি কী ধরনের তা অবশ্য জানা যায়নি। 

গত মাসের ২১ তারিখ ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অ্যান্থনি। তাতে ৬০ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আমেরিকার কোনও একটি জায়গায় ঘটনা ঘটে। তবে এই  ঘটনার পরই ন্যাশনাল পার্ক সার্ভিস বিজ্ঞপ্তি দিয়ে স্থানীয় মানুষদের সতর্ক করেছে। জানিয়েছে, এ ধরনের কোনও ভালুকের দেখা মিললেই যেন বন দফতরকে খবর দেওয়া হয়।