মাত্র একজন যাত্রী নিয়ে আকাশে উড়ল বিমান!

মাত্র একজন যাত্রী নিয়ে আকাশে উড়ল বিমান!

মুম্বই: এক বিশাল বিমানে একাই সওয়ার হলেন এক ব্যক্তি। ১৮ হাজার টাকা দিয়ে বিমানের টিকিট কেনেন এবং এমিরেটসের একটি বিমানে একাই মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন৷ অবিশ্বাস্য মনে হলেও, ঘটনাটি সত্যি৷ 

জানা গিয়েছে, ৪০ বছরের ভবেশ জাভরি গত ১৯ মে এই বিমান যাত্রার আনন্দ উপভোগ করেন৷ মাত্র এক জন যাত্রী নিয়েই এমিরেটসের একটি বিমান সম্প্রতি মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়৷  বোয়িং-৭৭৭-এর মতো বিশাল বিমানে বসতে পারেন ৩৬০ জনেরও বেশি যাত্রী কিন্তু কোভিড পরিস্থিতিতে যাত্রী হচ্ছে না৷ দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন দেশই ভারতের সঙ্গে বিমান যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রেখেছে৷ ১৯ মে ভোর সাড়ে ৪টের ওই ফ্লাইটে মাত্র একজন যাত্রীকে দেখে পাইলটও মজা করে ঘোষণা করেন, ‘যেহেতু আপনিই একমাত্র যাত্রী ৷ তাই এই ৭৭৭ শুধুমাত্র আপনারই৷’ ভবেশবাবুই প্লেনের একমাত্র যাত্রী হওয়ায় কমান্ডার তাঁকে বিমানটি ঘুরে দেখার জন্য বলেন৷ ১৮ তাঁর লাকি নম্বর হওয়ায় ভবেশবাবু ইকনোমকি ক্লাসে ওই নম্বরের সিটটি বুক করেন ১৮ হাজার টাকার বিনিময়ে৷

মুম্বই এবং দুবাইয়ের মধ্যে ২৪০ বার যাতায়াত করেছেন এখনও পর্যন্ত৷ তিনি বলেন, ‘আমি বহুবার বিমানে যাতায়াত করেছি৷ কিন্তু এটাই আমার সেরা বিমান যাত্রা৷’ তিনি আরও বলেন, ‘আমি যখন বিমানে উঠছি, তখন সমস্ত এয়ারহোস্টেজরা করতালি দিয়ে আমাকে স্বাগত জানান৷’ তাঁর কথায়, টাকা দিয়ে অভিজ্ঞতা কেনা যায় না৷ সেদিন ওই বিমানে ক্রু মেম্বারের সংখ্যা যাত্রীর থেকে বেশি ছিল৷  মুম্বই থেকে দুবাই পর্যন্ত গোটা বিমানে একাই আড়াই ঘণ্টার সফর করেন ওই যাত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nineteen =