বসেননি পরীক্ষায়, MBBS ডিগ্রি নিয়ে দিব্যি প্রাকটিস চালাচ্ছিলেন ডাক্তারবাবু!

দিল্লি থেকে MBBS ডিগ্রি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

467e2a93e8226d9d1d35103cc891243d

নয়াদিল্লি: প্রতিষ্ঠিত ডাক্তার, রয়েছে এমবিবিএস ডিগ্রিও, কিন্তু সুখ সইল না বেশিদিন। পুলিশের জালে জড়িয়ে বেড়িয়ে পড়ল ভুয়ো ডাক্তারির আসল চেহারা। মুখ থেকে খসে পড়ল মুখোশ। 

তাজিকিস্তান থেকে ডাক্তারি পাশ করা এক ব্যক্তিকে ভুয়ো পরীক্ষার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করল পুলিশ, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। অভিযোগ, অন্য এক ব্যক্তি তাঁর নামে পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন। অর্থাৎ তাঁর নামের এমবিবিএস (ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি) ডিগ্রির আদতে কোনো দামই নেই। অথচ তাজিকিস্তান থেকে পাশ করা ডিগ্রির সুবাদে দিল্লিতে দিব্যি প্রাকটিস চালিয়ে যাচ্ছিলেন তিনি। 

পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম মনোহর সিং। তিনি রাজস্থানের পালি জেলার বাসিন্দা। ন্যাশানাল বোর্ড অফ এক্সামিনেশন আয়োজিত ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশন পরীক্ষায় বসেছিলেন তিনি। কিন্তু পরে জানা যায় আদেও তিনি পরীক্ষায় বসেননি। তাঁর বদলে নাম পরিবর্তন করে পরীক্ষা দিয়েছিলেন অন্য একজন। গত বছর ৪ ডিসেম্বর এই পরীক্ষা হয়েছিল। 

ঠিক কী ভাবে হল এই ভুয়ো পরীক্ষার পর্দা ফাঁস? জানা গেছে,অ্যাপ্লিকেশন ফর্মের ছবির সঙ্গে পরীক্ষার দিনের তোলা ছবির অসঙ্গতিই এই ভণ্ডামি ফাঁস করে দিয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ওই ব্যক্তিকে পরিচয় যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। শেষমেশ বুধবার মনোহর সিং গিয়ে পৌঁছোন ভেরিফিকেশনের জন্য। তখনই বেরিয়ে পড়ে সত্য। সূত্রের খবর, এরপর অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয় যা তিনি ঠিকমতো উত্তর দিতে পারেননি। ফলে আরো দৃঢ় হয় সন্দেহ। ব্যক্তিকে গ্রেফতার করার পর তাঁর অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম এবং এমবিবিএস ডিগ্রি নিয়ে নেওয়া হয়েছে। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, একজন ডাক্তার তাঁর হয়ে পরীক্ষায় বসেছিলেন। এর জন্য তাঁকে ৪ লক্ষ টাকা দিতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *