প্রধানমন্ত্রীর দুয়ারে গিয়ে রাজ্যের নাম বদলের আর্জি মুখ্যমন্ত্রীর!

প্রধানমন্ত্রীর দুয়ারে গিয়ে রাজ্যের নাম বদলের আর্জি মুখ্যমন্ত্রীর!

নয়াদিল্লি:  তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম দিল্লি সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন তিনি৷ প্রায় আধঘণ্টা কথা হয় তাঁদের মধ্যে৷ এই বৈঠককে সৌজন্যমূলক আখ্যা দেওয়া হলেও কোভিড ভ্যাকসিন ও রাজ্যের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- সৌজন্য সাক্ষাতে মোদীর সঙ্গে ভ্যাকসিন নিয়ে কথা, রাজ্যের নাম বদলের দাবি মমতার

তিনি বলেন, রাজ্যের নাম বদলের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে৷ দীর্ঘ দিন ধরেই রাজ্যের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছি আমরা৷ এবার যাতে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় প্রধানমন্ত্রীর কাছে সেই আর্জি জানানো হয়েছে৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বঙ্গ’ বা ‘বাংলা’ করার দাবি দীর্ঘদিনের৷ ইংরেজি হরফে ‘w’ দিয়ে রাজ্যের নাম শুরু হওয়ায় অনেকটা পিছনে থাকতে হয় রাজ্যকে৷ দিল্লিতে যখন সব রাজ্যকে নিয়ে কোনও সম্মেলন হয়, তখন ইংরেজি বর্ণানুক্রমে রাজ্যগুলিকে ডাকা হয়৷  ওয়েস্ট বেঙ্গলের নাম ‘ডব্লিউ’ দিয়ে শুরু হওয়ায় তা সবার শেষে আসে৷ যা একেবারেই নাপসন্দ মমতার৷  

আরও পড়ুন- সংঘাতের আবহেই মুখোমুখি মোদী-মমতা, বৈঠক শুরু দিল্লিতে

২০১৬ সালে এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় একটি প্রস্তাবও পাশ করা হয়েছিল৷ রাজ্যের মানুষের স্বার্থে ও সংস্কৃতি রক্ষায় এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়৷ তবে অনেক ঐতিহাসিক দাবি করেছিলেন, এই নামের সঙ্গে দেশভাগের করুণ কাহিনী লুকিয়ে রয়েছে৷ তাই ‘পশ্চিম’ শব্দটি মুছে ফেলার কোনও অর্থ নেই৷ মুখ্যমন্ত্রীর দাবি ছিল, গোটা বিশ্বে পঞ্চম বৃহত্তম ভাষা ‘বাংলা’। তাই রাজ্যের নাম বদলে ‘বাংলা’ রাখা প্রাসঙ্গিক। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =