কলকাতা: অবশেষে দলের ভাঙ্গন ঠেকাতে ময়দানে নামলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, দলের অন্দরে ক্ষোভ কমাতে শনিবার পর্যটন মন্ত্রী গৌতম দেবকে ফোন করে বেশ কিছুক্ষণ কথা বলেন তৃণমূল সুপ্রিমো৷ তবে নেত্রীর এই চেষ্টায় আদৌও চিঁড়ে ভিজেছে কিনা সে নিয়ে এখনও কিছু জানা যায়নি!
কয়েকদিন আগেই ১০০টিরও বেশি চিঠি দেওয়ার পরও তার এলাকার রাস্তা ঠিক না হওয়ায় অভিযোগ তোলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ সেই নিয়েই আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় উত্তরবঙ্গের মন্ত্রীর, খবর সূত্রের৷
তৃণমূল সুপ্রিমো সরাসরি তাঁর ক্ষোভের কথা জানতে চান বলে খবর৷ উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক জানান, তিনি দল বা সরকার বিরুদ্ধ কোনও কথা বলেননি৷ দলের কারোর ওপর তার মনে কোনোরকম ক্ষোভও নেই৷ সংবাদমাধ্যমের অপব্যাখ্যাই এই পরিস্থিতির কারণ বলে জানিয়েছেন মন্ত্রী৷ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দলের মধ্যে যাতে কোনও অভ্যন্তরীণ বিবাদ সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিচ্ছেন দলনেত্রী৷ আর সেই কারণে আজ পর্যটন মন্ত্রীকে সরাসরি ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। যদিও এই বিষয় ছাড়াও উত্তরবঙ্গের সাম্প্রতিক রাজনীতি নিয়েও দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয় বলে সূত্রের খবর৷