ভোট গণনায় কারচুপি রুখতে গুচ্ছ দাওয়াই মমতার

ভোট গণনায় কারচুপি রুখতে গুচ্ছ দাওয়াই মমতার

172c1bbb429a386027e729ab946a1d67

কলকাতা: দুই-তৃতীয়াংশ আসেন জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূল৷ দলীয় প্রার্থী-নেতাদের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ তৃণমূল কংগ্রেস তৃতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে বলেই প্রত্যয়ের সুর তৃণমূল নেত্রীর কণ্ঠে৷ 

তৃণমূল প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের নিয়ে আজ কালীঘাট থেকে ভর্চুয়াল বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন তিনি৷ এগজিট পোলের চেয়েও তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন পাবে বলে আত্মবিশ্বাসী তিনি৷  আজরের বৈঠকে কী বার্তা দিলেন মমতা?  জানা গিয়েছে, মূলত গণনার দিন কী কী করণীয় সেই বার্তাই দেন তৃণমূল নেত্রী৷ তাঁর নির্দেশ,  টেবিল ছেড়ে আসা যাবে না৷ শুরুতে বিজেপি এগিয়ে গেলেও গণনাকেন্দ্র ছাড়া যাবে না৷ অন্যের দেওয়া খাবার খাওয়া যাবে না৷ এমনকী করা যাবে না ধূমপান৷  বিহারের নজির টেনে পোস্টাল ব্যালটে গণনার নজরদারির নির্দেশও দেন তিনি৷

জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের কিছু জেলার উল্লেখ করে তৃণমূল নেত্রী মুখ্য নির্বাচনী এজেন্টদের বিশেষ ভাবে বলেন, এখানে ভালো ফল করবে তৃণমূল৷ এই সকল জেলায় শুরুর দিকে বিজেপি হয়তো এগিয়েও থাকতে পারে৷ কিন্তু তা দেখে মন খারাপ করা বা গণনা কেন্দ্র ছাড়া যাবে না৷ কারণ বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের জয় নিশ্চিত৷ তৃণমূলকর্মীদের গতিবিধির উপর নজর রাখবে দল৷ দুটি হেল্পলাইন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে এজেন্টদের৷ কোনও কাউন্টিং সেন্টারে কোনও রকম অসুবিধা হলে এই দুটি নম্বরে ফোন করে জানানো যাবে৷ কন্ট্রোল রুম থেকে তাঁদের সাহায্য করা হবে৷ ট্রেন্ড যাই হোক, গণনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কেউ টেবিল ছাড়বে না, সাফ নির্দেশ মমতার৷ ফর্ম ১৭ ভালো করে দেখার পরেই যেন গণনা শুরু হয়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *