রাখিতে ‘জলসা’য় মমতা! জয়ার নিমন্ত্রণে বিগ বি’র সঙ্গে বসবেন চায়ের আড্ডায়

রাখিতে ‘জলসা’য় মমতা! জয়ার নিমন্ত্রণে বিগ বি’র সঙ্গে বসবেন চায়ের আড্ডায়

mamata

কলকাতা: পাখির চোখ লোকসভা ভোট৷ একছাতার তলায় জোট বেঁধেছে বিজিপি বিরোধী দলগুলি৷ আগামী বুধবার ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  সেদিন আবার রাখি পূর্ণিমা৷ দেশজুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব। কালীঘাট সূত্রে খবর, ওই দিন মুম্বইতে বলিউড তারকা অমিতাভ বচ্চনকে রাখি পরাতে পারেন মুখ্যমন্ত্রী।

মুম্বই বিমানবন্দরে নামর পর সেখান থেকে সোজা জুহুতে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’য় যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। গতবার কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমিতাভ। তাঁর সঙ্গে এসেছিলেন বাংলার মেয়ে জয়া বচ্চনও। তিনি আবার সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ৷  জয়াই দিদিকে নিমন্ত্রণ জানিয়েছিলেন জলসায়৷ নিমন্ত্রণ রক্ষা করতেই চা চক্রে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

মুম্বইতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হবে ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর৷ প্রথম দিন অর্থাৎ ৩১ তারিখ বৈঠকের পাশাপাশি নৈশভোজের আয়োজনও করা হয়েছে৷ যৌথ ভাবে সবকিছুর আয়োজন করছেন এনসিপি নেতা শরদ পওয়ার ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বিরোধী জোটের ভবিষ্যৎ কর্মসূচী, ওয়ার্কিং গ্রুপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এদিকে, সামনেই চার রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড় ও তেলঙ্গনায় বিধানসভা ভোট৷ চার রাজ্য জয়ে জোটের কর্মসূচি কী হবে, তাও ওই বৈঠকেই ঠিক হবে৷ 

ওয়াকিবহাল মহলের মতে, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিতাভ বচ্চনের বাসভবনে যাওয়ার বিষয়টি নিছক সৌজন্য বা রাখিবন্ধনের জন্য বলাটা ঠিক হবে না। আগামী এপ্রিলে রাজ্যসভায় জয়ায় মেয়াদ ফুরচ্ছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বর্তমানে বিধায়ক সংখ্যা ১০৮। সংখ্যার বিচারে পুনরায় জয়াকে রাজ্যসভায় ফেরানোটা কঠিন। এই পরিস্থিতিতে বচ্চন পরিবার ও তৃণমূল- উভয়ই জয়াকে বাংলা থেকে মনোনয়ন দেওয়ার কথা ভাবতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =