কলকাতা: গত দুই দফার ভোটেই হাফ সেঞ্চুরি করে ফেলেছে বিজেপি, এমনটাই মত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলা বিধানসভা নির্বাচনের কেন্দ্রস্থল নন্দীগ্রাম। সেই নিয়ে মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশন ও রাজ্যপাল জগদীপ ধনকড়কে নালিশ জানানো নিয়েও কটাক্ষ করলেন দিলীপ। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করছেন উনি এবার আগামী দিনে বিরোধী শক্তি হিসেবে দাঁড়াবেন।”
বৃহস্পতিবার নন্দীগ্রামের বয়ালের একটি বুথ কেন্দ্রে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাপ্পা ভোটের অভিযোগ জানান নির্বাচন কমিশনকে। ফোন করে এই বিষয়ে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সাথেও। কিন্তু তার এই অভিযোগ জানানোর নিয়ে শুক্রবার কটাক্ষ করে দিলীপ ঘোষ জানিয়েছেন, “উনি অভিযোগ করতে যাচ্ছেন কেন? উনি তো ১০ বছর সরকার চালিয়েছেন। উনি কী করেছেন?” তিনি আরও বললেন, “উনি আসলে আমাদের সঙ্গে আসনটা পাল্টাপাল্টি করতে যাচ্ছেন। নিজেই প্রমাণ করে দিচ্ছেন, উনি আগামী দিনে রাজ্যে বিরোধী শক্তি হিসেবে দাঁড়াবেন।”
আবার, নন্দীগ্রাম ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনও কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে দীলিপবাবু জানিয়েছেন, “অন্য কেন্দ্রে চাইলেই দাঁড়াতে পারতেন। এমন একটা চিন্তা ভাবনা ছিলই। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে পাথর ফেলে দিয়ে গেছেন, তাতে মনে হয় না উনি আর সাহস করতে পারবেন বলে।” পাশাপাশি, হোর্ডিংয়ের রাজনীতি করে বাংলার মানুষের মন আর জয় করা যাবে না বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “সারা রাজ্য ছেয়ে গিয়েছে দিদিকে বলো আর বাংলা নিজের মেয়েকেই চায়-এর পোস্টারে। এইসব হোর্ডিংয়ের রাজনীতি করে আর চলবে না। ১০ বছর সরকার চালিয়ে উনি কি করেছেন সেটা জানতে চায় বাংলার মানুষ। সেই হিসেব না দিয়ে উনি হোডিং দিচ্ছেন। পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে কাজ করে দেখান। মানুষ সেটাই চায়।”