বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা

বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা

কলকাতা: বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ আজ বিকেলে দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়৷ পার্থবাবু জানান, আগামী ৫ মে, বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরের দিন, অর্থাৎ ৬ মে থেকে তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিধান সভার স্পিকার৷ এই পদের জন্য বিমান বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছে বলেও জানান তিনি৷

আরও পড়ুন- ‘রাজনৈতিক সঙ্ঘাত থাকলেও কাউকে শূন্য দেখতে চাই না’, আক্ষেপ মমতার

পার্থ চট্টোপাধ্যায় জানান,  নির্বাচিত প্রতিনিধিরা সকলে সর্বসম্মতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী নির্বাচন করেছেন৷ তিনি বলেন, শারীরির প্রতিবন্ধকতা নিয়ে হুইল চেয়ারে বসেই বাংলার মানুষকে রক্ষা করার জন্যে সংগ্রাম চালিয়েছেন তিনি৷ দৃঢ় চিত্তে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করেছেন৷ এর জন্য পরিষদীয় দলের তরফে তাঁকে কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে৷ পার্থ চট্টোপাধ্যায় আরও জানান, প্রোটেম স্পিকার হবেন সুব্রত মুখোপাধ্যায়৷ স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়৷ তিনিই সকলকে শপথ নেওয়াবেন৷ তবে প্রথম পর্যায়ে কতজন মন্ত্রী শপথ গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- পুলিশকে পরে দেখা হবে, হুঁশিয়ারি মমতার! তবে‌ দিলেন শান্ত থাকার বার্তাও

পাশাপাশি পার্থবাবু জানান, এই জয়ের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন এই মুহূর্তে কোভিড পরিস্থিতি মোকাবিলাযই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ৷ কোভিড পরিস্থিতি নিয়েও পরিকল্পনা করছেন তিনি৷ এদিন নব নির্বাচিত বিধায়কদের উদ্দেশে মমতার বার্তা, নিজ নিজ কেন্দ্রে সময় দিন৷ সেখানকার মানুষের অভাব অভিযোগ শুনুন৷ দুয়ারে সরকার প্রকল্পকে সম্পূর্ণভাবে ব্যবহার করুন৷ মানুষের প্রত্যাশা পূরণ করুন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + four =