‘জগিং করতে, অ্যাকর্ডিয়ান বাজাতে স্পেনে গিয়েছেন মমতা,…বিশ্বরেকর্ড করেছে সরকার’, কটাক্ষ শুভেন্দুর

‘জগিং করতে, অ্যাকর্ডিয়ান বাজাতে স্পেনে গিয়েছেন মমতা,…বিশ্বরেকর্ড করেছে সরকার’, কটাক্ষ শুভেন্দুর

mamata

কলকাতা: রাজ্যে শিল্পের জন্য লগ্নি টানতে স্পেনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একের পর এক শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। বিখ্যাত বস্ত্র শিল্প সংস্থা জারা এ রাজ্যে তাদের উৎপাদন ইউনিট তৈরি করার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের মাঝেই শোরগোল ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগিং ও অ্যাকর্ডিয়ান বাজানোর ভিডিয়ো ইন্টারনেটে শোরগোল ফেলেছে৷ এরই মাঝে মউ স্বাক্ষর নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, স্পেনে ছুটি কাটাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ওখানে গিয়ে জগিং করছেন৷
টুইটে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘স্প্যানিশ ভ্যাকেশনের এক ঝলক। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী জগিং করতে, অ্যাকর্ডিয়ান বাজাতে স্পেনে গিয়েছেন।
পারিষদদের সঙ্গে নিয়ে মাদ্রিদের রাস্তায় ঘুরছেন।’’ তিনি আরও বলেন, ‘‘কোনও সরকারি কাজ নেই এটা বুঝতে পেরেই প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারণ এখানে ফিরে এটা দেখাতে হবে যে কত সরকারি কাজ হয়েছে। লাল দিয়ে যেটা দাগ দিয়েছি সেটা দেখুন। ‘দুপক্ষই বাংলায় স্প্যানিশ শেখার সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেছে।’

শুভেন্দুর কটাক্ষ, ‘‘কলকাতায় ইতিমধ্যেই একাধিক প্রতিষ্ঠানে স্প্যানিশ শেখার একাধিক কোর্স রয়েছে। গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রয়েছে। সেই প্রতিষ্ঠানে গত কয়েক দশক ধরে স্প্যানিশ শেখানো হয়। মুখ্যমন্ত্রী ও তাঁর পারিষদরা স্পেনের রাজধানীতে ভালো সময় কাটাচ্ছেন। তারা ছুটি কাটাচ্ছেন। সেই সঙ্গেই তারা বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, দেখাচ্ছেন যেন কত কাজ হচ্ছে।’’

শুভেন্দু আরও লিখেছেন, ‘‘মউ স্বাক্ষর নিয়ে কিছু শোরগোল হচ্ছে। কিন্তু রাজ্যে মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উল্লেখযোগ্য একটা প্রাপ্তি হয়েছে। সেটা হল বাস্তবায়িত হয়নি এমন মউ স্বাক্ষরের নিরিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =